ব্রেকিং নিউজ রাজ্য

ফের বৃষ্টির সম্ভাবনা! কোন কোন জেলায়?

রবিবার পর্যন্ত কলকাতা সহ সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার জেরে রাজ্যে ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করা হয়েছে। একধাক্কায় অনেকটাই নেমেছে তাপমাত্রার পারদ। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলার আবহাওয়া বদলাতে চলেছে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গেরও পার্বত্য এলাকায় একাধিক জেলায় শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২২.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৮২ শতাংশ।

পূর্বাভাস বলছে, রাজ্যে পশ্চিমি ঝঞ্ঝা প্রবেশ করেছে। যার কারণে ফের শনিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। একইসঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আগামী ৪৮ পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব-পশ্চিম মেদিনীপুর এবং দুই ২৪ পরগনাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।সম্ভাবনা রয়েছে বিহার ও ওড়িশায়। তবে,উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় হতে পারে শিলাবৃষ্টি। দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড ও উত্তর পূর্ব ভারতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে,দার্জিলিং, কালিম্পং, কোচবিহার,জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ছত্রিশগড় এবং মহারাষ্ট্রে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে হাওয়া অফিস সূত্রে খবর।