ফের বৃষ্টি বাড়বে কলকাতায়। ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদিয়ায়। উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই ঘূর্ণাবর্তের জেরে ফের বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। ২৪ সেপ্টেম্বর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। হুগলি, বীরভূম, পূর্ব মেদিনীপুর, দুই বর্ধমান ও দুই ২৪ পরগনায় ২৫ সেপ্টেম্বর থেকে ভারী বৃষ্টি শুরু হবে। সেইসঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। এদিন কলকাতা ও তার আশেপাশের এলাকায় তেমন কোনও বৃষ্টির সম্ভাবনা নেই।
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। শুক্রবার সকাল থেকেই শহর কলকাতার আকাশ আংশিক মেঘলা। শনিবার পর্যন্ত শহরে বৃষ্টিপাতের তেমন কোনও সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে, নতুন করে ঘূর্ণাবর্তের জেরে ফের বৃষ্টি বাড়বে কলকাতায়।
হাওয়া অফিস সূত্রে খবর, এদিন কলকাতা-সহ বেশ কয়েক জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আংশিক মেঘলা থাকবে আকাশ। গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। ২৪ সেপ্টেম্বর থেকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা এবং বাঁকুড়া জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে, আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে।উত্তরবঙ্গের আকাশ প্রধানত পরিষ্কার থাকবে। পার্বত্য এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।