আজ সারাদিন অবিরাম বৃষ্টি এবং দুর্যোগের সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে। কলকাতা-সহ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানা গেছে। সাথে বইবে ঝোড়ো হাওয়া। হাওয়া অফিস সূত্রে জানা গেছে, কলকাতা, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া ও হুগলিতে ২০০ মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়াও ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে। কালও কলকাতা, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও হাওড়ায় ভারী বৃষ্টি হবে বলে খবর। বুধবার থেকে পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
কাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। বুধবার বীরভূম ও মুর্শিদাবাদের ভারী বৃষ্টি হতে পারে। বুধবার দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে বৃষ্টি কমবে বলে মনে করছে হাওয়া অফিস।