দেশ ব্রেকিং নিউজ

আস্থা ভোটে সহজ জয় পেলেন চম্পাই সোরেন

ঝাড়খণ্ড বিধানসভায় আস্থা ভোটে জয়ী চম্পাই সোরেন। সোমবার ঝাড়খণ্ড বিধানসভায় সকাল থেকেই শুরু হয়েছিল আস্থা ভোটের প্রক্রিয়া।

এদিন বিধানসভার স্পিকার আস্থা ভোট গ্রহণ করেন। নতুন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনের সরকার সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ হয় এই আস্থা ভোটের মাধ্যমে। এদিন বিধানসভায় উপস্থিত হয়ে আস্থা ভোটে অংশ নেন প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও। ঝাড়খণ্ড বিধানসভায় মোট আসন সংখ্যা ৮১। সোমবার ঝাড়খণ্ডে আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতার জন্য জেএমএম-এর প্রয়োজন ছিল ৪১টি ভোটের। এদিন তার থেকে আরও ৬টি ভোট বেশি পেলেন চম্পাই সোরেন। আস্থা ভোটে জেএমএম-এর পক্ষে ভোট পড়েছে ৪৭টি। চম্পাইয়ের সমর্থনে ভোট দেন জেএমএম-এর সব বিধায়কও। তবে, বিপক্ষে উঠে দাঁড়ান ২৯ জন বিধায়ক। তারপরই ফলাফল পরিষ্কার হয়ে যায়।