রাজ্য লিড নিউজ

হাইকোর্টের ‘কেন্দ্রীয় বাহিনী’ রায়কে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার ও কমিশন

সারা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে পঞ্চায়েত ভোট করতে হবে, এমনটাই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার বিকেলে নির্দেশ দেওয়ার সময়ে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এও স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন, ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে বাহিনীর রিক্যুইজিশন পাঠাতে হবে কমিশনকে। এবার এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার ও কমিশন।

রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রতিটি জেলায় জেলাশাসকরা নির্বাচন পরিচালনার মূল দায়িত্বে থাকবে। তাই তাদের কাছে শনিবার দুপুরের মধ্যেই সব জেলা থেকে স্পর্শকাতর বুথের তালিকা চেয়ে পাঠানো হয়েছে। শনিবার সকালেই অনলাইনে সুপ্রিম কোর্টে স্পেশাল লিট পিটিশন ফাইল করা হয়ে গিয়েছে। সুপ্রিম কোর্টে কবে এই মামলার শুনানি তা জানা যাবে আগামী সোমবার।

প্রথমে কলকাতা হাইকোর্ট বলেছিল, স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করতে হবে। কমিশন সেই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে ফের প্রধান বিচারপতির এজলাসের দ্বারস্থ হয়। তাতে আগের চেয়েও কড়া নির্দেশ দেয় আদালত। এখন দেখার শীর্ষ আদালতে এই মামলার কি রায় দেওয়া হয়। আপাতত সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।