গত ২৬ এপ্রিল বাতিল হয়েছে বীরভূমে বিজেপি প্রার্থী প্রাক্তন পুলিশকর্তা দেবাশীষ ধরের মনোনয়ন। তার জায়গায় দ্বিতীয় প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন দেবতনু ভট্টাচার্য। মনোনয়ন বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ দেবাশিস ধর। এর আগে মনোনয়ন বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন তিনি। কিন্ত কোনোরকম সুরাহা মেলেনি। সোমবার সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির আর্জি জানান বীরভূম লোকসভার বিজেপি প্রার্থী।
রাজ্য সরকারের তরফে ‘নো ডিউজ’ সার্টিফিকেট না দেওয়ায় দেবাশিসের মনোনয়ন বাতিল হয়েছে। দেবাশিস ধরের দাবি, সুপ্রিম কোর্টের ছাড়পত্র থাকার পরও মনোনয়নপত্র বাতিল হয়েছে। এরপরই বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হন তিনি। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, সেকশন ৩৬ অফ রিপ্রেসেন্টেশন অফ পিপলস অ্যাক্ট অনুযায়ী, যদি কোনও প্রার্থী সরকারি চাকরি থেকে স্বেচ্ছাবসর নিয়ে নির্বাচনে প্রার্থী হন, তাঁকে ‘নো ডিউস’ সার্টিফিকেট জমা করতে হয়। বীরভূমের বিজেপি প্রার্থী সেই সার্টিফিকেট জমা দিতে পারেননি। তাই তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।