গত বছর করোনা সংক্রমণের জেরে চাকলায় জন্মাষ্টমী উপলক্ষ্যে উৎসবে সর্ব সাধারণের প্রবেশ নিষিদ্ধ ছিল। চলতি বছরে করোনা সংক্রমণ কিছুটা কমায় অনেকেই ভেবেছিলেন এবার চাকলায় জন্মাষ্টমী উৎসবে সামিল হওয়ার অনুমতি পাওয়া যাবে। কিন্তু এবারও করোনা সংক্রমণের আশঙ্কায় চাকলায় বন্ধ রাখা হচ্ছে লোকনাথ বাবার জন্মতিথি উৎসব।
ভাদ্র মাসের ১ তারিখ থেকে জন্মাষ্টমী পর্যন্ত হওয়ার কথা ছিল এই উৎসব। মন্দির কমিটির তরফে জানিয়ে দেওয়া হল উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের নির্দেশে বন্ধ রাখা হচ্ছে চাকলা লোকনাথ মন্দির।
চাকলা মন্দিরের প্রধান পুরোহিত বাসুদেব বন্দ্যোপাধ্যায় বলেছেন, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন উৎসব বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। তাই ভক্ত বন্ধুদের আমার অনুরোধ, বাড়িতে বসেই পুজো করুন। এ বার ওই সময়ে কাউকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে না।
জন্মাষ্টমী উপলক্ষ্যে চাকলা ধামে প্রতি বছর আশেপাশের জেলার বহু পূণ্য়ার্থী দূর দূরান্ত থেকে গঙ্গার জল বয়ে নিয়ে আসেন জন্মাষ্টমীর লোকনাথ বাবার পুজোর উদ্দেশ্যে। কেউ কেউ হেঁটেই আসেন আবার অনেকে সাইকেল বা গাড়িতে। ফলে এই কয়েকটা দিন জমজমাট থাকে চাকলা। এই কথা মাথায় রেখেই জেলা প্রশাসন ভিড় এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় আগাম সতর্কতা অবলম্বন করছে রাজ্য সরকার। প্রসঙ্গত, কচুয়া ধামেও এবার মন্দির বন্ধ থাকবে।