ক্যানসার প্রাণ কাড়ল মার্কিন অভিনেতা চ্যাডউইক বসম্যানের। মাত্র ৪৩ বছরে মারা গেলেন ব্ল্যাক প্যান্থার খ্যাত এই অভিনেতা। মারভেল সিরিজের একাধিক সিনেমার সুপার হিরো চলে গেলে অকালেই। বসম্যানের মৃত্যুর খবর জানানো হয়েছে তাঁর পরিবারের পক্ষ থেকেই।
একটি বিবৃতিতে তাঁর পরিবার জানিয়েছে, চ্যাডউইক বসম্যানের মৃত্যুতে আমরা শোকাহত। কিং টিচালা থেকে ব্ল্যাক প্যান্থার– বহু মনে রাখার মতো সিনেমা করেছেন তিনি। তাঁর কেরিয়ারকে সম্মান জানাই। মৃত্যুর সময়ে তাঁর পাশেই ছিলেন স্ত্রী এবং পরিবারের অন্য সদস্যরা।কষ্ট সহ্য করে নিজের প্রত্যেকটি চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলতে কোনও খামতি রাখেননি বসম্যান। মার্শাল থেকে ডিএ ফাইভ ব্লাড, কেমোথেরাপি এবং অস্ত্রপচারের কষ্ট সহ্য করেও একাধিক ছবি করে গিয়েছেন।
উল্লেখ্য, ২০১৬ সালে চ্যাডউইকের কোলন ক্যানসার ধরা পড়ে। তখন তা স্টেজ ৩-এ পৌঁছে গিয়েছিল। তারপর শুরু হয়েছিল চিকিৎসা। অনেকবার কেমোথেরাপির মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাঁকে। কিন্তু তার পরেও তাঁর অভিনয় থেমে থাকেনি। কিছুদিন আগেই জানা যায় যে তাঁর ক্যানসার স্টেজ ৪-এ চলে গিয়েছে। ২০১৩ সালে বেসবল তারকা জ্যাকি রবিনসন ছবির মধ্য দিয়ে তিনি প্রথম নিজের উপস্থিতি বোঝান। মার্ভেল সিরিজের ব্ল্যাক প্যান্থার ব্লকবাস্টার হিট হয়েছিল। এই ছবিটি অস্কারে সেরা ছবির মনোনয়নও পেয়েছিল।
ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার, অ্যাভেঞ্জার্স সিরিজের কিছু ছবিতেও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। মার্শাল, ডিএ ফাইভ ব্লাডস, ব্ল্যাক বটম থেকে শুরু করে মার্ভেল সিরিজের একের পর এক সিনেমায় দুর্দান্ত পারফরম্যান্স দিয়েছেন ব্ল্যাক প্যান্থার তারকা। তাঁর মৃত্যুতে হলিউড তো বটেই, দেশ–বিদেশের ভক্তরাও শোকস্তব্ধ।