বৃহস্পতিবার, সিবিআই অফিসে হাজিরা দেওয়ার কথা অনুব্রতর আর তার ঠিক একদিন আগে বোলপুর থেকে বেরিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তিনি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি নিজাম প্যালেসে হাজিরা দিতে যাবেন তৃণমূল নেতা?
এদিন বিকেলে বোলপুরের বাড়ি থেকে বেরোন অনুব্রত (Anubrata Mondal)। তখন জানান, শুক্রবার কলকাতায় ডাক্তার দেখানোর কথা রয়েছে তাঁর। তাই কলকাতা যাচ্ছেন তিনি। থাকবেন চিনার পার্কের ফ্ল্যাটেই। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘শরীর ভালো নেই ভাই।’ তবে বৃহস্পতিবার তিনি সিবিআই দফতরে হাজিরা দেবেন কি না সে ব্যাপারে মুখ খোলেননি কেষ্ট বাবু।
গাড়িতে ওঠার আগে অনুব্রত বলেন, “শরীর ভাল নেই ভাই।” সূত্রের খবর, এসএসকেএম হাসপাতালে ডাক্তার দেখানোর কথা রয়েছে তৃণমূল নেতার।
প্রসঙ্গত, একাধিকবার সমন পাঠানোর পর কয়েকদিন পূর্বেই সশরীরে নিজাম প্যালেসে হাজিরা দেন তৃণমূল নেতা। চলে দীর্ঘক্ষন জিজ্ঞাসাবাদ। তবে ভোট পরবর্তী হিংসা (Post-Poll Violence) মামলায় এখনো পর্যন্ত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার জিজ্ঞাসাবাদের মুখে পড়েননি অনুব্রত। তবে শেষমেশ সব জল্পনার অবসান ঘটিয়ে আজ বেলা বারোটা নাগাদ সিবিআই দফতরে পৌঁছলেন অনুব্রত। তৃণমূল নেতার সঙ্গে রয়েছেন তাঁর আইনজীবীরাও। যদিও অনুব্রতর পৌঁছনোর বেশ কিছু আগেই সিজিও কমপ্লেক্সে (CGO Complex) পৌঁছে যান তাঁর দুই আইনজীবী।