Centrl team has already reached in West Bengal. They will observe seven district in Bengal, mainly the red zone.
রাজ্য লিড নিউজ

রাজ্যে পৌঁছাল কেন্দ্রীয় প্রতিনিধি দল

রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। পরিস্থিতি সরেজমিনে দেখতে। কিন্তু খবর পৌঁছতেই শুরু হয় রাজনৈতিক চাপান উতর। মুখ্যমন্ত্রী ট্যুইট করে জানান, কিসের ভিত্তিতে আসছে উদ্দেশ্য স্পষ্ট হলে তবেই সহযোগিতা করা হবে। কিন্তু এসবের মধ্যেই রাজ্যে আচমকা পৌঁছে গেল কেন্দ্রীয় প্রতিনিধি দল।

একটি পণ্যবাহী বিমানে করে এই প্রতিনিধি দল এসেছে বলে খবর। সূত্র মারফত জানা যাচ্ছে দুটি দল এসেছে। প্রতিটি দলে ছয় জন করে সদস্য আছেন। এদের মধ্যে একজন জনস্বাস্থ্য বিভাগের আধিকারিক ও একজন ডিজাস্টার ম্যানেজমেন্ট দপ্তরের সিনিয়র অফিসার। দুটি দল রাজ্যের মোট সাতটি জেলা অর্থাৎ দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুর এবং উত্তরবঙ্গের দার্জিলিং, কালিংপঙ ও জলপাইগুড়ি জেলা ঘুরে দেখবেন। মূলত রাজ্যের যে এলাকাগুলিকে রেড জোনের আওতায় রাখা হয়েছিল সেখানে লকডাউনের নির্দেশিকা ঠিকঠাক মানা হচ্ছে না বলে কেন্দ্রের কাছে যে অভিযোগ এসেছে তা খতিয়ে দেখবে এই দল।

কিন্তু এইভাবে রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল আসায় ক্ষুব্ধ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন, এই ঘটনা যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিরোধী। তাছাড়াও বাছাই বাছাই জেলায় কেন? কিসের ভিত্তিতে? এখন দেখা যাক প্রতিনিধি দল রাজ্যের কোথায় কোথায় যান এবং কি রিপোর্ট দেন।