করোনাভাইরাস ছড়িয়ে পড়া রুখতে লকডাউনের সময় বিভিন্ন রাজ্যকে কতগুলি ব্যবস্থা নিশ্চিত করতে বলল কেন্দ্র। এমনকী রাজ্যের সমস্ত বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমগুলিকে খোলা নির্দেশ দিয়ে প্রত্যেক রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা। সেখানে বলা করা হয়েছে, লকডাউনে সব চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সাফাই কর্মী এবং অ্যাম্বুল্যান্সের আন্তঃরাজ্য সফর মসৃণ করতে হবে।
বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোম খুলে দেওয়ার ল্যাব ও প্যাথলজি সেন্টারগুলি খোলার ব্যবস্থা করতে বলা হয়েছে। বিভিন্ন রাজ্য স্বাস্থ্যকর্মীদের উপর বেশকিছু নিষেধাজ্ঞা জারি করেছে। তাতে আপত্তি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যগুলিকে দেওয়া চিঠিতে উল্লেখ করেছে, স্বাস্থ্যকর্মীরা জরুরি স্বাস্থ্য পরিষেবার অংশ। তাঁদের আটকালে কোভিড–১৯ প্রতিরোধ ও অন্যান্য মেডিক্যাল ক্ষেত্রে প্রবল চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।
উল্লেখ্য, প্রত্যেক রাজ্যেই করোনা হাসপাতাল আলাদা করে চিহ্নিত করে দেওয়া হয়েছে। সেখানে শুধুমাত্র করোনা রোগীদেরই চিকিৎসা করা হচ্ছে। এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন অন্যান্য রোগী ও তাঁর পরিবারেরা। বেশিরভাগ বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম এই পরিস্থিতিতে বন্ধ। তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব প্রত্যেক রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়েছেন। চিঠিতে স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা জানান, মানুষের প্রাণ বাঁচাতে এবং জনস্বাস্থ্যের চাহিদা মেটাতে সব স্বাস্থ্যক্ষেত্রের কর্মীর মসৃণ গতিবিধি অত্যন্ত প্রয়োজন। সব রাজ্যগুলিকে ক্লিনিক ও নার্সিংহোমগুলি খোলা নিশ্চিত করতেও বলেছে কেন্দ্র।