পঞ্চম দফার বৈঠকও নিষ্ফলা। কৃষি আইন নিয়ে কোনও সমাধানে আসতে পারল না কেন্দ্রীয় সরকার। তাই ৯ ডিসেম্বর ফের কৃষক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আরও একবার বৈঠকে বসবে কেন্দ্র। কৃষি আইন সংশোধনে রাজি কেন্দ্র। নয়া তিন কৃষি আইন বাতিলের দাবিতে অনড় কৃষকরা। তাই শনিবার কেন্দ্র–কৃষক পঞ্চম দফার বৈঠকেও মিলল না রফাসূত্র।
এদিন সকালে বিজ্ঞান ভবনে বৈঠকে বসেছিলেন দু’পক্ষ। তার আগে প্রধানমন্ত্রীর বাসভবনে অমিত শাহ, রাজনাথ সিং, নরেন্দ্র সিং তোমর বৈঠকে বসেন। কিন্তু সেখান থেকে যে নির্যাস কৃষকদের বৈঠকে রাখা হয়েছিল তাতে রফাসূত্র অধরাই রইল। কৃষক নেতা বুটা সিং এদিন কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠক শেষে সংবাদ মাধ্যমকে বলেন, ‘বিক্ষোভকারীরা কৃষি আইন প্রত্যাহার ছাড়া অন্য কোনও পথে মীমাংসায় যাবেন না।’
কৃষক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকার লিখিত আকারে একটি প্রস্তাব চাষিদের পাঠাবে। তা নিয়ে ৯ তারিখ সকালে নিজেদের মধ্যেই আলোচনা করবেন তাঁরা। এরপর কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন তাঁরা। আর কেন্দ্রের তরফে বলা হয়, ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে কৃষি আইনে সংশোধনের লিখিত নিশ্চয়তা দেওয়া হবে কৃষকদের। কিন্তু কৃষকদের দাবি তা করতে হলে প্রায় ৪০টি সংশোধনী দরকার। যা অসম্ভব। ফলে নয়া আইন বাতিল করা হোক। সূত্রের খবর, এই পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে কৃষকরা মৌনব্রত অবলম্বন করেন।
বৈঠকের মাঝে ওয়াক আউটেরও হুঁশিয়ারি দেন কৃষক প্রতিনিধিরা। তাঁদের দাবি ছিল, আর আলোচনা চাই না। সরকার দাবি মানবে কি না তা সাফ জানিয়ে দিক। যতদিন সরকার না মানবে ততদিন রাস্তায় থাকারও হুঁশিয়ারি দেন তাঁরা। পালটা শিশু ও বয়স্কদের বাড়ি ফিরিয়ে দেওয়ার আরজি জানান কেন্দ্রীয় মন্ত্রীরা। তাঁদের সমস্ত কথাও কেন্দ্র সরকার শুনতে রাজি বলেও জানান। তাতেও চিড়ে ভেজেনি। কৃষকদের টলাতে অক্ষম কেন্দ্র শেষমেশ ফের একবার বৈঠকের প্রস্তাব দেয়। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, কৃষি আইন নিয়ে ফের একবার বৈঠকে বসা হবে আগামী ৯ ডিসেম্বর। সূত্রের খবর, স্থির সিদ্ধান্তে পৌঁছতে আরও কিছুটা সময় চাওয়া হয় কেন্দ্রের তরফে। ওই প্রস্তাবে সম্মতি জানান কৃষকরা।
কৃষিমন্ত্রক জানায়, কৃষকদের সঙ্গে সরকারের পঞ্চম দফার বৈঠক শেষ হয়েছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর বিক্ষোভরত কৃষকদের কাছে আবেদনে জানান, প্রবীণ নাগরিক এবং শিশুদের বাড়ি পাঠিয়ে দিতে। তবে বৈঠকে হাজির কৃষক প্রতিনিধিরা এদিনেও কেন্দ্রের দেওয়া খাবার এবং চা ফিরিয়ে দেন। ভিডিও দেখা যায়, তাঁরা নিজেদের সঙ্গে নিয়ে যাওয়া খাবার খাচ্ছেন।
