চিনকে যে এক ইঞ্চি জমি ছেড়ে দেওয়া হবে না তা ফের বুঝিয়ে দিল দেশের নর্থ ব্লক। তাই এবার গলওয়ান উপত্যকায় ভারত–চিন সেনার সংঘর্ষের পর আগ্নেয়াস্ত্র ব্যবহারের নীতি বদলাচ্ছে ভারত। নতুন নিয়ম অনুযায়ী, চিন সীমান্তে চূড়ান্ত ক্ষেত্রে সেনাবাহিনী আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে। এই নতুন নিয়মে সায় মিলেছে কেন্দ্রের পক্ষ থেকে বলে সূত্রের খবর।
গলওয়ান উপত্যকায় প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর চিনের সেনার অতর্কিত হামলায় শহিদ হন এক কর্নেল–সহ ২০ ভারতীয় জওয়ান। এরপরই কেন্দ্র জানিয়ে দেয়, চিনের সঙ্গে চুক্তি অনুযায়ী এত দিন সীমান্তে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারত না ভারতীয় সেনা। সেই ‘রুলস অব এনগেজমেন্ট’ এবার পরিবর্তন করা হচ্ছে। এই খবর চিনেও পৌঁছে গিয়েছে। তাতে তাদের স্নায়ুর চাপ বেড়ে গিয়েছে। কারণ ভারতীয় সেনাবাহিনী হাতে অস্ত্র চালাবার অনুমতি পেলে কি করতে পারে চিন তা পরখ করে দেখেছে।
এবার নতুন নিয়ম অনুযায়ী, চূড়ান্ত পরিস্থিতিতে আগ্নেয়াস্ত্র ব্যবহার করার ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা থাকবে না সেনাবাহিনীর উপরে। প্রতিরক্ষা মন্ত্রক রবিবার এই নতুন নীতিতে সায় দিয়েছে। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হচ্ছে বলেও খবর। এবার থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাধীনভাবেই সিদ্ধান্ত নিতে পারবে ভারতীয় সেনা। সেক্ষেত্রে আগাম অনুমতি নেওয়ারও প্রয়োজন পড়বে না।
উল্লেখ্য, সম্প্রতি নিয়ন্ত্রণরেখা বরাবর একাধিক ভারতীয় সামরিক হেলিকপ্টারকে আকাশে চক্কর কাটতে দেখা যায়। চিনুক কার্গো হেলিকপ্টার, অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার, নজরদার বিমান পি–৮ সার্ভেইলেন্স এয়ারক্র্যাফ্ট এবং কার্গো বিমান আইএল–৭৬ স্ট্র্যাটেজিক এয়ারলিফ্টারকে আকাশে উড়তে দেখা গিয়েছে। ফলে পরিস্থিতি যে নিয়ন্ত্রণে আসেনি তা বেশ ভাল বোঝা যাচ্ছে।
