মোবাইল নেটওয়ার্কে ৪জি আপগ্রেড করতে চিনের সরঞ্জাম ব্যবহার করা যাবে না। চিনের সঙ্গে সব চুক্তি বাতিল করতে হবে। বিএসএনএল, এমটিএনএল–সহ অন্যান্য বেসরকারি টেলিফোন কোম্পানিকে এই নির্দেশ দিল টেলিকম মন্ত্রক। চিনকে কোনও টেন্ডার দেওয়া যাবে না বলেও সাফ নির্দেশ দিয়েছে টেলিকম মন্ত্রক।
এমনকী বৃহস্পতিবার টেলিকম মন্ত্রক সাফ জানিয়েছে, ৪জি’র জন্য যেসব চিনের সরঞ্জাম ব্যবহার করা হতো তাও নিরাপত্তার কারণে ব্যবহার করা যাবে না বলে নির্দেশ দিয়েছে কেন্দ্র। ভোডাফোন ও ভারতী এয়ারটেলের মতো কোম্পানি এখন হুয়াই–এর সঙ্গে কাজ করছে। বিএসএনএল কাজ করছে জেডটিই’র মতো কোম্পানির সঙ্গে। কেন্দ্র মনে করছে নেটওয়ার্ক সিকিউটির জন্য যেসব সরঞ্জাম চিন তৈরি করে তা সন্দেহজনক। তাই অবিলম্বে টেলিকম ক্ষেত্রে চিনের সরঞ্জাম বন্ধ করার নির্দেশ জারি করা হয়েছে।
উল্লেখ্য, পূর্ব লাদাখের গলওয়ান উপত্যকায় ২০ জওয়ানের হত্যার পর কেন্দ্র এই সিদ্ধান্ত নিয়েছে। দেশজুড়ে বিভিন্ন রাজনৈতিক দল বয়কট চিন আন্দোলনে নেমে পড়েছে। কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স চিনের পণ্য বয়কটের ডাক দিয়েছে। স্বদেশী জাগরণ মঞ্চের দাবি, দিল্লি–মেরঠ রিজিওন্যাল র্যাপিড ট্রানজিট সিস্টেম প্রজেক্ট থেকে সাংহাই টানেল ইঞ্জিনিয়ারিং কোম্পানিকে বাদ দিতে হবে।