দেশ ব্রেকিং নিউজ

নাম নথিভুক্তের তারিখ বাঁধল কেন্দ্র

আজ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার মধ্যেই বড় ঘোষণা করে দিল কেন্দ্র। প্রথম পর্যায়ে ভ্যাকসিন গ্রাহক স্বাস্থ্যকর্মী এবং প্রথমসারির করোনা যোদ্ধাদের নাম ‘‌কোউইন’‌ পোর্টালে নথিভুক্ত করার শেষ দিন বেঁধে দিল কেন্দ্র।
কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়েছে, মেইল করে কেন্দ্রের তরফে প্রতি রাজ্যকে জানানো হয়েছে স্বাস্থ্যকর্মীদের নাম আগামী ১২ জানুয়ারি মধ্যরাতের মধ্যে নথিভুক্ত করে ফেলতে হবে। তারপর প্রথমসারির করোনা যোদ্ধাদের নাম নথিভুক্তকরণ শেষ করতে হবে ২৫ জানুয়ারির মধ্যে। উল্লেখ্য, গোটা দেশে ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া শুরু হবে ১৬ জানুয়ারি থেকে।
জানা গিয়েছে, ‘‌কোউইন’‌ ওয়েবসাইটের মাধ্যমে নাম নথিভুক্ত করার কথা আগেই জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। নাম নথিভুক্ত করতে দিতে হবে পরিচয় পত্র। দুটি ডোজ নেওয়ার ক্ষেত্রে ব্যবহার করতে হবে একই পরিচয়পত্র। পৃথক হলে ভ্যাকসিন দেওয়া হবে না বলে নির্দেশিকা দেওয়া হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। যে ফোন নম্বর রেজিস্টার করবেন, সেই নম্বরেই জানিয়ে দেওয়া হবে ভ্যাকসিনের পাওয়ার দিন।