আলাপন ইস্যুতে কেন্দ্র–রাজ্য সংঘাত দেখেছে গোটা দেশ। তাই আমলাদের অবসরের পর নতুন চাকরির ক্ষেত্রে নিয়ম কঠিন করল কেন্দ্র। অবসরের পর চুক্তিভিত্তিক অথবা অন্য কাজে যোগ দেওয়ার আগে কেন্দ্রীয় ভিজিল্যান্সের ছাড়পত্র বাধ্যতামূলক। সরকারি বিভিন্ন দপ্তরে এই নিয়ে আজ চিঠি পাঠিয়েছে সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন।
অল ইন্ডিয়ান সার্ভিসের কর্মীরা অবসর নেওয়ার পর বিভিন্ন সংস্থায় যোগ দেন। এমনকী রাজ্যের বিভিন্ন উপদেষ্টা পদে যোগ দেন। এতদিন কেন্দ্রের অনুমতির প্রয়োজন ছিল না। কিন্তু এবার থেকে অল ইন্ডিয়ান সার্ভিসের কর্মীদের অবসরের পর পুনর্নিয়োগ করতে ভিজিল্যান্সের ছাড়পত্র প্রয়োজন হবে। এছাড়া অবসরগ্রহণের সময় যে নিয়োগ কর্তার অধীনে ওই আধিকারিক কাজ করতেন, তাদেরও ছাড়পত্র প্রয়োজন হবে।
এই নির্দেশিকায় বলা হয়েছে, অবসরের আগের ১০ বছর যে কটি সংস্থায় অল ইন্ডিয়ান সার্ভিসের ওই কর্মী কাজ করেছেন, সেই সমস্ত সংস্থার ছাড়পত্র নিতে হবে। অনেকক্ষেত্রেই বহু আধিকারিকের বিরুদ্ধে ‘আইনি’ অভিযোগ থাকে। ছাড়পত্র না নিয়ে কাজে যোগ দিলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না। এবার তেমন কিছু হলে নিয়োগকারী সংস্থাকে আইনি বিষয় সামলাতে হবে।
অবসর গ্রহণের পর ১ বছর ‘কুলিং অফ পিরিয়ড’ পালন করতে হবে। অনেকেই সেই নিয়ম মানেন না। কিন্তু এবার থেকে সেই নিয়ম পালন করা বাধ্যতামূলক বলে জানিয়েছে ভিজিল্যান্স কমিশন। আরও বলা হয়েছে, কোন পদে পুনর্নিয়োগ করা হচ্ছে তা বিজ্ঞাপন দিয়ে জানাতে হবে। কিন্তু হঠাৎ কেন এমন বিজ্ঞপ্তি? মনে করা হচ্ছে, রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে বদলির বিষয়ে বড় ধাক্কা খেয়েছে মোদী সরকার। কেন্দ্রের বদলির নির্দেশ মানেননি মুখ্যসচিব। তাই পুনর্নিয়োগ নিয়ে নয়া নির্দেশ জারি করল ভিজিল্যান্স কমিশন।