রাজ্য

ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকায় কেন্দ্রীয় দল

ঘূর্ণিঝড় ইয়াসের দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব মেদিনীপুর এবং দুই ২৪ পরগণা। সোমবার এই দুই এলাকা পরিদর্শনে এলেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। তবে নির্ধারিত সেই সূচীতে বদল হয়েছে। সোমবার দীঘা যাবেন না তাঁরা। এদিন দক্ষিণ ২৪ পরগণার ক্ষতিগ্রস্ত বিস্তীর্ণ এলাকা পরিদর্শন করবেন তাঁরা। সেই রিপোর্ট তৈরি করে তা কেন্দ্রীয় সরকারের কাছে পাঠাবেন তাঁরা।
মঙ্গলবার তাঁরা পূর্ব মেদিনীপুরের ক্ষয়ক্ষতি পরিদর্শনে যাবেন। রবিবার রাত ৮টা নাগাদ কলকাতায় এসে পৌছয় কেন্দ্রীয় প্রতিনিধি দল। আজ দক্ষিণ ২৪ পরগণার পাথরপ্রতিমা ও গোসবা পরিদর্শন করেছেন তাঁরা। কেন্দ্রীয় প্রতিনিধি দল এখানকার মানুষজনের সঙ্গেও কথা বলেন। এলাকার পর এলাকা খতিয়ে দেখেন তাঁরা। সেই ছবি এবং রিপোর্ট তৈরি করে দিল্লিতে পেশ করবেন। কতটা ক্ষতি হয়েছে তা জানাবেন।
আজ কেন্দ্রীয় দলটি দুটি ভাগে বিভক্ত হয়ে একটি দল রওনা হন দক্ষিণ ২৪ পরগণায়। হেলিকপ্টারে বেলা সাড়ে ১১টা নাগাদ একটি দল যায় পাথরপ্রতিমায়৷ প্রায় ১ ঘন্টা জলপথে পরিদর্শন করেন ক্ষতিগ্রস্ত এলাকা। তার পর পাথরপ্রতিমায় তারা আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেন। অপর একটি দল সড়কপথে যায় ঝড়খালি। সেখান থেকে কেন্দ্রীয় দল যায় গোসাবায়।
জানা গিয়েছে, পরিদর্শন শেষে দিল্লিতে রিপোর্ট পাঠাবেন তাঁরা। এই বিষয়ে নবান্নের কাছে খবর পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। যদিও এই সফরকে তেমন আমল দিতে নারাজ রাজ্য প্রশাসন। তবে মঙ্গলবার কেন্দ্রীয় দল নবান্নতে রাজ্যের অর্থ দপ্তরের আধিকারিকদের সঙ্গেও বৈঠক করবে বলে খবর। কারণ মুখ্যমন্ত্রী যে রিপোর্ট পেশ করেছেন প্রধানমন্ত্রীর কাছে তার সঙ্গে মিলিয়ে দেখবেন তাঁরা।