আবার কেন্দ্রীয় প্রতিনিধিদল রাজ্যে আসছে। ফলে আবার রাজ্যের প্রশাসনের সঙ্গে একপ্রস্থ বিরোধ তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ শীতের আগে করোনা পরিস্থিতি যতটা ভাল হওয়ার কথা ছিল, বেশ কয়েকটি রাজ্যে তা হয়নি। এবার তেমনই ৫টি রাজ্যকে চিহ্নিত করে কেন্দ্রীয় প্রতিনিধি দলকে পরিদর্শনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। এই ৫ রাজ্যের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ। এখানেও গত ২৪ ঘণ্টার করোনা গ্রাফ উদ্বেগ বাড়িয়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় প্রতিনিধিরা ফের পরিদর্শনে আসছেন বলে খবর।
গত মার্চ মাস থেকে দেশে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর বিভিন্ন রাজ্যের মহামারী পরিস্থিতি দেখতে বিশেষজ্ঞ দল পাঠিয়েছিল কেন্দ্র। এই রাজ্যেও তাঁরা বেশ কয়েকবার ঘুরে গিয়েছেন। প্রথমদিকে রাজ্যের করোনা মোকাবিলা পদ্ধতিতে খুব সন্তোষজনক রিপোর্ট না দিলেও, পরবর্তী সময়ে তাঁরা বেলেঘাটা আইডি হাসপাতালে পরিকাঠামো এবং চিকিৎসা পদ্ধতি দেখে বেশ প্রশংসাই করেছেন। আবারও তাঁরা আসতে চলেছেন রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে। এমনই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
উল্লেখ্য, মহারাষ্ট্রে সম্প্রতি করোনা সংক্রমণ ফের উদ্বেগজনক হারে মাথাচাড়া দিয়েছে। ৩১ ডিসেম্বর পর্যন্ত সেখানকার সমস্ত স্কুল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিল্লিতেও উত্তোরত্তর সংক্রমণ বাড়ছে। তাই কেন্দ্রীয় প্রতিনিধিদের নজরে রয়েছে রাজধানীও। শীতের মরশুম পুরোপুরি শুরুর আগে দুই শহরের করোনা পরিস্থিতির জেরে দিল্লি–মুম্বই ট্রেন চলাচলও বন্ধ হতে পারে।
