করোনার সংক্রমণের সঙ্গে সঙ্গে বাড়ছে মৃত্যুও। আবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে অক্সিজেন, টিকা জোগান নিয়ে বারবার অভিযোগ উঠছে। এই পরিস্থিতিতে রবিবার ‘মন কি বাত’–এর মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘লড়াই কঠিন। তবে ভারত বরাবর কঠিন চ্যালেঞ্জ জিতে এসেছে। কেন্দ্র–রাজ্য একসঙ্গে লড়াই করছে।’
অনেকেই মনে করেছিলেন এদিন এই কঠিন পরিস্থিতি নিয়ে কেন্দ্রের পক্ষ থেকে প্রধানমন্ত্রী সদর্থক বার্তা দেবেন। কিন্তু ৪০ মিনিটের এই ভাষণে সেসব নিয়ে একটিও শব্দ খরচ করলেন না মোদী। বরং ‘মন কি বাতে’ উঠে এল তাওকতে এবং ইয়াসের কথাও। দেশবাসীকে কুর্নিশ জানিয়ে মোদী বলেন, ‘করোনা এবং ঘূর্ণিঝড়েরও মোকাবিলা করছে দেশবাসী। রাজ্যগুলি সাহসিকতার পরিচয় দিয়েছে।’
এদিনের মন কি বাতে অক্সিজেন ট্যাঙ্কার চালক, সেনাবাহিনীর জওয়ান, ল্যাব টেকনিশিয়ান প্রতিনিধি ও তাঁদের পরিবারের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কথায়, গত সাত বছরে বহু সাফল্য এসেছে। কারণ দলের ঊর্ধ্বে দেশের হয়ে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রীর ‘মন কি বাতে’র তুমুল সমালোচনা করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর কথায়, ‘করোনার বিরুদ্ধে লড়াই করতে সঠিক পরিকল্পনা ও সিদ্ধান্তের দরকার। শুধু অর্থহীন কথা বললেই চলে না।’
