দেশ ব্রেকিং নিউজ

করোনায় কেন্দ্র–রাজ্যের নির্দেশ

করোনা নিয়ে আগামীদিনে আরও বেশি সতর্কতার প্রয়োজন আছে বলে জানাচ্ছে কেন্দ্রীয় সরকার। কারণ সামনেই উৎসবের মরশুম। তারপর আসছে শীত। সুতরাং শ্বাসপ্রশ্বাসের সংক্রমণজনিত অসুখের প্রাদুর্ভাব তখন বাড়েই। তাই আগামী দু’তিন মাস সময়টা দেশের করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য খুবই চ্যালেঞ্জের হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।
কোভিড সংক্রান্ত বক্তব্য পেশ করতে এসে নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) ড. বিনোদ পাল জানান, আগামী দু’তিন মাসের সময়টা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সবরকম সাবধানতা অবলম্বন করতে হবে। সবাই যাতে মাস্ক পরেন, ন্যূনতম সামাজিক দূরত্ব বজায় রেখে চলেন উৎসবের দিনেও সেই ব্যাপারটা নিশ্চিত করতে হবে।
এদিকে ঠান্ডায় করোনা আরও তেজষ্ক্রিয় হয়ে উঠতে পারে। তাই আরও ৫ লক্ষ র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট কিনতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্যের স্বাস্থ্য দপ্তর। আগামী ৩ মাসের জন্য ৫ লক্ষ র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের দরপত্র ডেকেছে স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য অধিকারিকরা বলছেন, শীত পড়লে সংক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে। আগাম প্রস্তুতি নিয়ে রাখতে চাইছে রাজ্য সরকার। ২০১৯ সালের নভেম্বর-ডিসেম্বর মাসে প্রথম করোনার হদিশ মেলে চিনে। ইউরোপের বিভিন্ন দেশে করোনা জাঁকিয়ে বসে শীতেই।
অন্যদিকে নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) ড. বিনোদ পাল জানান, শীতে শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা বাড়ে। কোভিডের মতো অসুখের ক্ষেত্রে শ্বাসযন্ত্রই আক্রান্ত হয়। তাই বাড়তি সতর্কতা দরকার। এই কারণেই মাস্কটা এত গুরুত্বপূর্ণ। বিজ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা, দুই ক্ষেত্রেই দেখা গিয়েছে এটা কতটা কার্যকর। বিজ্ঞান জানাচ্ছে, মাস্ক পরলে সংক্রমণ ৩৬ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব।