আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাছে আর্জি জানাল কেন্দ্রীয় সরকার। মার্চ মাসে লকডাউন ঘোষণার পর থেকেই বন্ধু দেশ বাংলাদেশে আটকে পড়ছেন প্রায় ২,৬৮০ ভারতীয়। তাঁদের পশ্চিমবঙ্গের সীমানা পেরোনোর অনুমতি দেওয়ার জন্যে রাজ্য সরকারকে অনুরোধ করেছে কেন্দ্রীয় সরকার। বাংলাদেশ থেকে সড়কপথে পশ্চিমবঙ্গে ঢোকার মোট ৬টি পয়েন্ট রয়েছে।
ভারতের বিদেশ মন্ত্রকের অতিরিক্ত সচিব বিক্রম দোরাইস্বামী রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহাকে চিঠিতে লিখেছেন, ‘ঢাকায় ভারতের হাই কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে প্রায় ২,৩৯৯ জন ভারতীয় বাংলাদেশ থেকে ভারতে ফেরার অনুরোধ জানিয়েছেন। পেট্রোপোল–বেনাপোল ইনটিগ্রেটেড চেকপোস্টে দিয়ে এবং ২৮১ জন দেশে ফিরতে চান ফুলবাড়ি–বাংলাবন্ধ সীমান্ত দিয়ে।’ এঁদের মধ্যে বেশিরভাগই হয় অদক্ষ কিংবা আধাদক্ষ শ্রমিক। বাংলাদেশে গিয়েছিলেন কোনও আত্মীয়ের কাছে।
রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত পেরিয়ে এই সব নাগরিক পশ্চিমবঙ্গে পা রাখার পরই তাঁদের কোভিড পরীক্ষা করানোর দায়িত্ব কেন্দ্রের। কোনও একজনও যাতে পরীক্ষা না করিয়ে ট্রেনে উঠতে না পারেন তা কেন্দ্রকে নিশ্চিত করতে হবে। বাংলাদেশে আটকে পড়া ভারতীয়রা দেশে ফেরার পর তাঁদের বাড়ি পৌঁছে দেওয়ার জন্যে রেলকে বিশেষ ট্রেন চালু করার জন্যেও অনুরোধ করেছে বিদেশ মন্ত্রক।
