মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ইস্যুতে কেন্দ্র–রাজ্য দ্বন্দ্ব তুঙ্গে। ঘোরালো পরিস্থিতিতে এবার বিজেপির রাজ্য নেতৃত্বের উদ্দেশ্যে কড়া বার্তা পাঠাল কেন্দ্রীয় নেতৃত্ব। সেখানে সাফ জানান হল, আলাপন–ইস্যুতে কোনও মন্তব্য করা যেন না হয়। এমনকী কোনও মন্তব্য করতে পারবেন না রাজ্য বিজেপির কোনও নেতা। অন্তত ৩১ মে পর্যন্ত মুখে কুলুপ আঁটার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব।
সূত্রের খবর, বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষ মারফৎ এই কড়া বার্তা পাঠিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। স্পষ্ট বলা হয়েছে, আলাপন ইস্যুতে সংবাদমাধ্যম বা প্রকাশ্যে কোনও মন্তব্য করা যাবে না। দিলীপ থেকে মুকুল কেউ একটি শব্দও খরচ করতে পারবেন না। বরং এড়িয়ে যাওয়াটাই শ্রেয়। কারণ আলাপন বন্দ্যোপাধ্যায় একজন সৎ আমলা। তাছাড়া জনপ্রিয়। কোনও বেফাঁস মন্তব্য অন্যরকম কিছু ঘটিয়ে দিতে পারে।
বিজেপি সূত্রে খবর, আলাপন ইস্যুতে রাজ্য বিজেপির নেতাদের কেউ আলটপকা মন্তব্য করলে, সেই মন্তব্যকে কাজে লাগাতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই রাজ্য বিজেপি নেতাদের ‘সেন্সর’ করার সিদ্ধান্ত কেন্দ্রীয় নেতৃত্বের। অন্তত ৩১ মে, যেদিন আলাপন বন্দ্যোপাধ্যায়কে নর্থ ব্লকে কাজে যোগ দিতে বলা হয়েছে, সেদিন পর্যন্ত চুপ থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আগে কেন্দ্র–রাজ্য, রাজ্য–রাজ্যপাল সংঘাতে মুখ খুলেছেন রাজ্য বিজেপি নেতারা। নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্যের শাসকদলের সংঘাত নিয়েও মন্তব্য করেছেন তাঁরা। তবে এবার বিজেপির কেন্দ্রীয় নেতারা অনেক বেশি সতর্ক। সেজন্যই কয়েকদিন হল বিজেপির কোনও মুখপাত্রকে টেলিভিশন চ্যানেলেও পাঠানো হয়নি।
