শুক্রবার ভ্যাকসিন–অক্সিজেনের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একের পর চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রধানমন্ত্রীকে লেখা মমতার সেই চিঠির জবাব দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী দাবি করেছেন, অবিলম্বে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন করা প্রয়োজন৷ চার পাতার দীর্ঘ চিঠিতে প্রথমেই বিধানসভা নির্বাচনে জয়ের জন্য মমতাকে শুভেচ্ছা জানিয়েছেন। তারপরই তিনি সমস্ত বিষয়ের খুঁটিনাটি তথ্য দিয়েছেন এবং মন্তব্য করেছেন, ‘রাজ্যে করোনা মোকাবিলার পরিকাঠামো আরও যোগ্যতর করে তুলতে হবে।’
হর্ষ বর্ধন তাঁর চিঠিতে অভিযোগ করেছেন, রাজ্যের বেশ কিছু জেলায় পজিটিভিটি রেট ৪০ শতাংশের বেশি৷ অবিলম্বে রাজ্যে টেস্টের সংখ্যা বাড়ানো উচিত। পশ্চিমবঙ্গকে সব ধরনের সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। কেন্দ্র সমস্ত রাজ্যকেই সাহায্য করছে, শুধু আর্থিক সাহায্য নয়, মেডিক্যাল ইকুইপমেন্টস দেওয়া থেকে শুরু করে টিকা পাঠানো ইত্যাদি সব ধরনের সহায়তা করা হচ্ছে।
হর্ষ বর্ধন দাবি করেছেন, করোনা অতিমারি সামাল দিতে কেন্দ্রীয় সরকার প্রতিটি রাজ্যকে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম, পণ্য, পরিষেবা–সহ যাবতীয় সাহায্য করছে৷ করোনার বিরুদ্ধে লড়াইয়ে পশ্চিমবঙ্গকেও মোদী সরকার সবরকম সহযোগিতা করবে৷ বাংলায় যথেষ্ট পরিমাণে অক্সিজেন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। আগামী কয়েকদিনের মধ্যেই সেই অক্সিজেন চলে আসবে। চলে আসবে আরও ২ লক্ষ টিকাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর আরও দাবি, এখনও পর্যন্ত রাজ্যকে ১ কোটি ১৮ লক্ষ ৮৩ হাজার ৩৪০ ভ্যাকসিনের ডোজ পাঠিয়েছে কেন্দ্র৷ আরও ২ লক্ষ ডোজ ভ্যাকসিন রাজ্যে পাঠানোর জন্য তৈরি৷ এর পাশাপাশি কেন্দ্রের তরফে ১৮.৩৮ লক্ষ এন৯৫ মাস্ক, ৪.৮৪ লক্ষ পিপিই কিট, ১২৪৫টি ভেন্টিলেটর এবং ৪৩.৫ লক্ষ হাইড্রোক্সিক্লোরোক্যুইন ট্যাবলেট রাজ্যকে দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে মনে করিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী৷