দেশ ব্রেকিং নিউজ

ট্র্যাক্টর র‍্যালি বন্ধে আবেদন

নবম দফার বৈঠকের আগেই কৃষকদের পক্ষ থেকে জানানো হয়েছিল ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের দিন ট্র্যাক্টর র‍্যালি হবে রাজধানীর বুকে। তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে এই সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনরত কৃষকরা। সেই প্রতিবাদ কর্মসূচি বন্ধ করতেই সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়েছে কেন্দ্রীয় সরকার। অনেকে বলছেন, কেন্দ্রীয় সরকার কৃষকদের আন্দোলনে ভয় পেয়ে এই আবেদন করেছে।
কেন্দ্র ওই আবেদনে জানিয়েছে, নিরাপত্তা সংস্থাগুলির তদন্তে তারা জানতে পেরেছে যে, প্রতিবাদকারী ব্যক্তি বা সংগঠন সাধারণতন্ত্র দিবসে একটি ট্র্যাক্টর মিছিল করার পরিকল্পনা নিয়েছে। সাধারণতন্ত্র দিবস উদ্‌যাপনে বিঘ্ন ঘটাতে পারে এবং বিশৃঙ্খলা তৈরি করতে পারে ওই ধরনের কর্মসূচি।
উল্লেখ্য, সরকারের সঙ্গে পরবর্তী দফায় আলোচনার আগেই নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন নয়া তিন কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকরা। তাঁরা জানান, আগামী দফার বৈঠকে কোনও সমাধানসূত্র না মিললে তাঁরা সাধারণতন্ত্র দিবসের দিন ট্র্যাক্টর র‍্যালি করবেন। এবারের সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে আসছেন দক্ষিণ আমেরিকার উত্তর–পূর্বে অবস্থিত সুরিনাম–এর প্রেসিডেন্ট চন্দ্রিকাপ্রসাদ। রাজপথে সাধারণতন্ত্র দিবসে অংশ নেবেন তিনি।
কৃষক নেতা দর্শন পাল সিং সাংবাদিক বৈঠকে বলেন, ‘‌তাঁদের প্রস্তাবিত ট্র্যাক্টর র‍্যালির নামকরণ করা হয়েছে কিষান প্যারেড। যা সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের পরে অনুষ্ঠিত হবে।’‌ ইতিমধ্যেই কৃষকদের সমস্যা সমাধানে কেন্দ্রের উদ্দেশে একটি কমিটি গঠনের প্রস্তাব দেয় সুপ্রিম কোর্ট।