দেশ ব্রেকিং নিউজ

কৃষকদের প্রস্তাব দিল কেন্দ্র

কৃষি আইন বাতিলের দাবিতে বিক্ষোভরত কৃষকদের সঙ্গে নতুন করে আলোচনায় বসার প্রস্তাব পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। ওই প্রস্তাব পাওয়ার পরেও খুব একটা হেলদোল দেখা যায়নি কৃষকদের মধ্যে। উল্টে এই ধরনের কৌশলকে তাঁরা সরকারের প্রচারের অঙ্গ হিসেবেই দেখছেন। কৃষকদের এই বিক্ষোভে পাশে দাঁড়িয়েছেন সমাজের বিভিন্নস্তরের মানুষ। যোগ দিয়েছেন সেলেবরাও। এবার নজর কাড়লেন ৬২ বছরের ‘‌দাদি’‌। বয়সকে তোয়াক্কা না করে নিজেই গাড়ি চালিয়ে মহিলা গ্যাং নিয়ে চলে এসেছেন তিনি।
গত মঙ্গলবারেও সরকারের প্রস্তাব ফিরিয়ে দেয় কৃষক সংগঠনগুলি। প্রতিবাদকারীরা আর নতুন তিন কৃষি আইনের বিশ্লেষণে আগ্রহী নন। কৃষক সংগঠনগুলি সাফ জানিয়ে দিয়েছে, নতুন করে আলোচনার টেবিলে বসার জন্য পূর্বনির্ধারিত শর্ত হিসেবে তিনটি আইন বাতিলের আলোচনাকে অন্তর্ভুক্ত করতে হবে। তবেই তাঁরা আলোচনা শুরু করার সম্মতি জানাতে পারেন। এই পরিস্থিতিতে কৃষক আন্দোলন অক্সিজেন পেয়েছে দাদি’‌র উপস্থিতিতে। পাটিয়ালায় থাকেন ৬২ বছরের মনজিৎ কৌর। সেখান থেকে ২৫০ কিলোমিটার গাড়ি চালিয়ে চলে এসেছেন দিল্লির সিঙ্ঘু সীমানায়। শুধুমাত্র কৃষকদের পাশে থাকবেন বলেই এই কাণ্ড ঘটিয়ে ফেলেছেন ‘দাদি’। খোলা জিপে রীতিমতো মহিলা গ্যাং নিয়ে হাজির হয়েছেন।
সম্প্রতি সরকারের পক্ষ থেকেও জানিয়ে দেওয়া হয়, নতুন আইনে ন্যূনতম সহায়ক মূল্যের অন্তর্ভুক্তিকরণের দাবি ‘অযৌক্তিক’। কৃষক বিক্ষোভে জেরবার মোদী সরকার। বড়দিনে দেশের বিভিন্ন প্রান্তের ৯ কোটি কৃষকের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পাশাপাশি পিএম কিসান প্রকল্পে পরবর্তী কিস্তির ১৮,০০০ কোটি টাকা বণ্টন করবেন। কৃষি বিল প্রত্যাহারের দাবিতে আন্দোলন চালাচ্ছেন কৃষকরা। একাধিকবার বিক্ষোভকারীদের সঙ্গে কেন্দ্রের বৈঠক হলেও মেলেনি রফাসূত্র। প্রধানমন্ত্রী নিজে বারবার বলেছেন, ‘‌কৃষকদের আয় বাড়াতে সক্ষম হবে বিলগুলি। বিরোধীরা কৃষক সমাজকে ভুল পথে চালিত করছে।’‌ কৃষকদের বোঝাতে দেশজুড়ে ১০০টি সাংবাদিক বৈঠক ও ৭০০টি সভা করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার।