দেশ ব্রেকিং নিউজ

মাসে দ্বিগুণ বাড়ল ডিএ

করোনা আবহের মধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ভ্যারিয়েবল ডিএ বা মহার্ঘভাতা বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার। ১০৫ টাকা থেকে মাসিক ভি–ডিএ বাড়িয়ে করা হল ২১০ টাকা। ১ এপ্রিল, ২০২১ থেকেই কার্যকর হবে নয়া এই মহার্ঘভাতা। ফলে উপকৃত হবেন দেড় কোটি কেন্দ্রীয় সরকারি কর্মচারী। যদিও বেশিরভাগ রাজ্যের জিএসটি বাবদ প্রাপ্য কেন্দ্র দেয়নি বলেই অভিযোগ।
কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে গোটা দেশ করোনার বিরুদ্ধে লড়াই করছে বলে উল্লেখ করা হয়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্রের বিভিন্ন সংস্থার অধীনস্থ শ্রমিকদের ভ্যারিয়েবল মহার্ঘভাতায় বদল আনা হল। নয়া মহার্ঘভাতা ১ এপ্রিল, ২০২১ সাল থেকেই কার্যকর হবে। বাজারে জিনিসপত্রের মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রেল, খনি, তৈলক্ষেত্র, বন্দর–সহ কেন্দ্রের অধীনস্থ যে কোনও প্রতিষ্ঠানের অস্থায়ী ও ঠিকাকর্মীদের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য। এই বিষয়ে শ্রমমন্ত্রী সন্তোষ গাংওয়ার জানান, নয়া এই সিদ্ধান্তের ফলে দেশজুড়ে প্রায় ১.৫০ কোটি অস্থায়ী ও ঠিকা–কর্মচারী উপকৃত হবেন। বিশেষত করোনাকালে এটার প্রয়োজন ছিল। এই খবরে রীতিমতো উচ্ছ্বসিত কেন্দ্রের বিভিন্ন সংস্থার অধীনে কর্মরত কন্ট্র্যাক্ট এবং ক্যাজুয়ালে থাকা কর্মীরা।