দেশ ব্রেকিং নিউজ

‘এক দেশ, এক নির্বাচন’ কার্যকর করতে নয়া কমিটি গড়ল কেন্দ্র

২০১৪ লোকসভা নির্বাচনে বিজেপির নির্বাচনী ইস্তেহারে একটি এজেন্ডার বাস্তব রূপায়ণে নেমে পড়ে মোদি সরকার। ২০১৪ লোকসভা নির্বাচনে বিজেপির ইস্তেহারের ১৪ নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা ছিল নির্বাচনী সংস্কারে বিজেপি প্রতিশ্রুতিবদ্ধ। পরবর্তী ক্ষেত্রে বিজেপির একাধিক নেতার মুখে শোনা গিয়েছিল ‘এক দেশ, এক নির্বাচন’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই ‘এক দেশ, এক নির্বাচনের’ স্বপক্ষে একাধিকবার সওয়াল করেছেন। এই নির্বাচনী সংস্কার কতটা কার্যকর হতে পারে, সে বিষয়ে আলোচনার জন্য আলাদা কমিটি গঠন করল মোদি সরকার। সূত্রের খবর অনুযায়ী প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। যে কমিটির কাজ হবে বিভিন্ন সম্ভাবনা খতিয়ে দেখা।

এই মুহূর্তে একসঙ্গে লোকসভা ও সকল রাজ্যের বিধানসভা ভোট একসঙ্গে করানো সম্ভব কিনা তাও খতিয়ে দেখবে এই কমিটি। এর পাশাপাশি কি কি সমস্যা নতুন করে তৈরি হতে পারে এবং সেই সমস্যার সমাধান কি কি হতে পারে, তার পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করবে এই কমিটি। প্রসঙ্গত, একদা এই ভারতে ‘ওয়ান নেশন ওয়ান ইলেকশন’ ধাঁচে ভোট পর্ব অনুষ্ঠিত হত। ১৯৭১ সালে দেশে অন্তর্বর্তীকালীন নির্বাচন অনুষ্ঠিত হয় তারপর থেকে কার্যত ‘ওয়ান নেশন, ওয়ান ইলেকশন’ প্রক্রিয়া ভেস্তে যায়। অর্থাৎ ১৯৬৭ সাল পর্যন্ত এক দেশ এক নির্বাচন পদ্ধতিতেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই পুরনো প্রক্রিয়াকে ফিরিয়ে আনার জন্য প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ২২ শে সেপ্টেম্বর পর্যন্ত সংসদে বিশেষ অধিবেশনের ডাক দিয়েছে মোদি সরকার।