কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি। মঙ্গলবার সেই মামলার শুনানির পর আদালত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে ভাঙড়ের যা পরিবেশ তাতে বিধায়কের নিরাপত্তা চাওয়াতে কোনো ভুল নেই। কেন্দ্রীয় সরকারকে তার এই নিরাপত্তার বন্দোবস্ত করতে হবে।
এদিনের শুনানিতে কেন্দ্রের উদ্দেশ্যে হাইকোর্ট বলে, ভাঙড় যথেষ্ট স্পর্শকাতর। বিধায়কের আবেদনের যথেষ্ট গুরুত্ব রয়েছে। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি। সেই দিন রিপোর্ট দেবে কেন্দ্রীয় সরকার।
ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ ব্যাপারে সবুজ সঙ্কেত দিয়েছেন বলেও খবর। যা নিয়ে তৃণমূল কংগ্রেস নওসাদ-বিজেপি আঁতাত নিয়ে সরব হয়েছে।
উল্লেখ্য, সারা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেই পঞ্চায়েত ভোট করাতে হবে, মঙ্গলবার এমনটাই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েও কোন লাভ হয়নি রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের।
এদিন কেন্দ্রের তরফে বলা হয়, যেহেতু গোটা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসবে তাই জওয়ানের সঙ্কুলান হবে কিনা সে ব্যাপারে কথা বলতে হবে। সেই সময়ে নওসাদের আইনজীবী ফিরদৌস শামিম বলেন, ভাঙড়ে যে বাহিনী আসবে, সেখান থেকেই চার-পাঁচজন জওয়ানকে নওসাদের নিরাপত্তার দায়িত্বে দেওয়া হোক।