ব্রেকিং নিউজ রাজ্য

আরও ১০ দিন বাংলায় কেন্দ্রীয় বাহিনী, নির্দেশ হাইকোর্টের

পঞ্চায়েত নির্বাচন মিটে গেলেও রাজ্যে এখনও রাজনৈতিক হিংসার ঘটনা ঘটে চলেছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় বাহিনী আরও ১০ দিন বাংলায় রেখে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের নেতৃত্বে ডিভিশন বেঞ্চ। কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বলা হয়েছিল যে এক সঙ্গে সব বাহিনী প্রত্যাহার না করে তারা দফায় দফায় তা প্রত্যাহারে আগ্রহী। এ ব্যাপারে রাজ্য সরকারের আইনজীবী আদালতে জানান, অবশিষ্ট ২৩৯ কোম্পানির বাহিনীর মধ্যে ১৩৯ কোম্পানি বাহিনী ইতিমধ্যে প্রত্যাহার করা হয়ে গিয়েছে।

এদিন প্রধান বিচারপতি টিএস শিব্ঞ্জানম তাঁর নির্দেশে বলেন, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকও যখন চাইছে তাহলে আরও ১০ দিন বাহিনী রেখে দেওয়া হোক। যদিও এ ব্যাপারে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর যথাযথ সহযোগিতা প্রয়োজন। নইলে বাহিনী রেখে দেওয়ার কোনও অর্থ হয় না। যে সব জায়গায় এখনও অশান্তি রয়েছে, সেখানে কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগানো হোক।’

এদিকে, পঞ্চায়েত ভোটে রাজ্যে প্রায় ২০০ স্কুল বাড়ির যে ক্ষয়ক্ষতির প্রসঙ্গও শুনানির সময়ে ওঠে। প্রধান বিচারপতি বলেন, কারা এই দুবৃর্ত্ত, যারা স্কুলে ভাঙচুর করেছে? রাজ্যের এডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় আদালতে জানান, কোন কোন স্কুলে ভাঙচুর করা হয়েছে তা চিহ্নিত করা হয়েছে। অভিযুক্তদেরও চিহ্নিত করে তা হলফনামায় জানানো হয়েছে।