ব্রেকিং নিউজ রাজ্য

আরও চার সপ্তাহ রাজ্যে থাকুক সেন্ট্রাল ফোর্স, আবেদন হাইকোর্টে

পঞ্চায়েত নির্বাচন মিটে গেলেও ভোট পরবর্তী হিংসা রুখতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের আরো দশ দিন রাজ্যে রাখার নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আদালতের নির্দেশ ছিল, ফলপ্রকাশের পর ১০ দিন বাংলায় কেন্দ্রীয় বাহিনী রাখতে হবে, যাতে নির্বাচিত জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা যায়। সেই সময়সীমা শুক্রবার শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আইন শৃঙ্খলার পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি বলেই দাবি বিজেপির। তাই কেন্দ্রীয় বাহিনীকে রাজ্যে আরও চার সপ্তাহের রাখার জন্য কলকাতা হাইকোর্টে আবেদন জানাল বিজেপি। এই বিষয়ে শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল।

প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম বলেন, কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে। তাই এই পরিস্থিতিতে আমরা কোনও নির্দেশ দিতে পারব না। তবে আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করতে পারি। তার পরে বাহিনী রাখবেন কি না, সেটা তাদের উপর নির্ভর করছে।’

সূত্র মারফত জানা গিয়েছে, বিষয়টি কেন্দ্রকেও মেল মারফৎ জানান হয়েছে। সোমবার ফের এই মামলার শুনানি হবে। ইতিমধ্যে কেন্দ্রকে এই মামলার কপি পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি।

উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের নির্দেশে ২১ জুলাই পর্যন্ত বাংলায় ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন কথা ছিল। কিন্তু এই বাহিনী মোতায়েনের ব্যাপারে আর শুধু রাজ্য নির্বাচন কমিশনের উপর আস্থা রাখেনি দিল্লি। জেলায় জেলায় একজন করে নোডাল অফিসারও নিয়োগ করা হয়েছিল।