বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশের পর থেকে তৎপরতা শুরু হয়ে যায় বাংলায় কেন্দ্রীয় বাহিনী পাঠানো ও রুটমার্চের। জেলায় জেলায় ধাপে ধাপে ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে গিয়েছে। এবার কলকাতায় চলে এসেছে কেন্দ্রীয় বাহিনীর তিনটে কোম্পানি। রবিবার সকাল থেকেই শহরের কিছু জায়াগায় শুরু হয়েছে রুটমার্চ। আর তাতেই পুরো ভোটের আবহ তৈরি হয়ে গিয়েছে।
রবিবাসরীয় সকালে আনন্দপুর–সহ শহরের কিছু থানা এলাকায় বাহিনী রুটমার্চ করেছে। ইতিমধ্যে রাজ্যের স্পর্শকাতর এবং অতিস্পর্শকাতর হিসেবে পরিচিত কয়েকটি জায়গায় কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ শুরু করে দিয়েছে। আরও বেশ কিছু জায়গায় কেন্দ্রীয় বাহিনী নামবে বলে খবর। নির্বাচন কমিশন ইতিমধ্যেই পর্যবেক্ষক পাঠিয়েছে। তাঁরা জেলায় জেলায় সভা–সমাবেশে উপস্থিত থাকছে।
উল্লেখ্য, রাজ্যে ২৯৪টি আসনে ৮ দফায় ভোটগ্রহণ শুরু হবে ২৭ মার্চ। কলকাতায় ২ দফায় ১১টি বিধানসভা আসনে ভোট। ২৬ এপ্রিল দক্ষিণ কলকাতার ৪টি আসনে এবং ২৯ এপ্রিল উত্তর কলকাতার ৭টি আসনে ভোট গ্রহণ হবে। তবে তার আগে ১০ এপ্রিল কলকাতায় পৌরসভার অন্তর্গত যাদবপুর, টালিগঞ্জ, মেটিয়াব্রুজ–সহ কিছু কেন্দ্রে ভোটগ্রহণ। শুক্রবার নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার দিনই মুখ্য নির্বাচনী কমিশনার জানিয়ে দেন যে যত বেশি সংখ্যক সম্ভব কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই ভোট হবে, যাতে ভোটে অশান্তি না হয়।