ব্রেকিং নিউজ রাজ্য

সেন্ট্রাল অ্যাভেনিউয়ের বহুতলে আগুন!

বৃহস্পতিবার সাতসকালে আগুন লাগে সেন্ট্রাল অ্যাভেনিউয়ের একটি বহুতলে। বাড়িটির পাঁচতলায় আগুন লাগে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে বহুতলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ছ’টি ইঞ্জিন। জানা গেছে, ৪৫ নম্বর সেন্ট্রাল অ্যাভিনিউয়ের এই বাড়িতে সরকারি দফতর রয়েছে।

অফিস পাড়ার এই বহুতলে বেশ কিছু সরকারি ও বেসরকারি অফিস রয়েছে। বাড়িটির পাঁচতলা থেকে গলগল করে ধোঁয়া বেরিয়ে আসতে দেখে আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয় মানুষজন। হুলস্থুল পড়ে যায় গোটা এলাকায়। ওই বাড়িটি সংলগ্ন এলাকায় পরপর বাড়ি থাকায় আতঙ্ক ছড়িয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য প্রাণপণ চেষ্টা চালান দমকলকর্মীরা। এখনও পর্যন্ত আগুনে হতাহতের কোনও খবর নেই। ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা দফতরও। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন তারা।