দেশ ব্রেকিং নিউজ

কেন্দ্রের মোটা টাকা বাংলাকে

আমফান তাণ্ডবের পর প্রধানমন্ত্রী বাংলায় দাঁড়িয়ে বলে গিয়েছিলেন ১ হাজার কোটি টাকার প্যাকেজ দেওয়া হবে। তারপর সেই টাকা আসে। তা নিয়ে উঠে যায় শাসকদল তৃণমূলের বিরুদ্ধে একরাশ দুর্নীতির অভিযোগ। এবার আবার আমফানের ক্ষতিপুরণ বাবদ রাজ্যকে সাহায্য করল কেন্দ্র। শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে এক উচ্চ–পর্যায়ের বৈঠক শেষে দুর্যোগ মোকাবিলায় মোট ৬ রাজ্যকে সাহায্যের সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদীর সরকার।
এই ৬ রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি সাহায্য পাচ্ছে বাংলাই। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মে মাসে বিধ্বংসী ঘূর্ণিঝড়ে তালগোল পাকিয়ে গিয়েছিল বাংলা। ধ্বংসস্তুপে পরিণত হয়েছিল কলকাতা, দুই ২৪ পরগনা–সহ কয়েকটি জেলা। পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের কাছে সাহায্যের আর্জি জানিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। তাতে সাড়া দিয়ে হেলিকপ্টারে চেপে প্রধানমন্ত্রী নিজে ক্ষয়ক্ষতির পরিমাণ চাক্ষুস করে যান। ক্ষয়ক্ষতি সামাল দিতে প্রাথমিকভাবে ১ হাজার কোটির প্যাকেজ ঘোষণা করেন নরেন্দ্র মোদী।
যদিও রাজ্যের অভিযোগ ছিল, ওই পরিমাণ অর্থে ক্ষয়ক্ষতির সামান্য অংশও মেরামত করা যাবে না। নবান্নের হিসেবে রাজ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ কেন্দ্রের সাহায্যের বহুগুণ। এমনকী ওই হাজার কোটি টাকার প্যাকেজের পরও আমফানের ত্রাণে কেন্দ্রের সদিচ্ছা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে রাজ্য সরকার। আর রাজ্য বিজেপি দুর্নীতি নিয়ে মাঠে নেমে পড়ে।
বাংলা বঞ্চিত হয়েছে এই কথা যাতে বলতে না পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাই শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিকদের বৈঠকে বাংলাকে মোটা অঙ্কের সাহায্যের সিদ্ধান্ত নেওয়া হয়। এমনকী সব রাজ্যের মধ্যে বেশি। এই ধাক্কায় আমফানের ক্ষয়ক্ষতি বাবদ বাংলা পাচ্ছে ২ হাজার ৭০৭ কোটি ৭৭ লক্ষ টাকা। সাহায্য পাচ্ছে ওড়িশাও। পাশের রাজ্যকে দেওয়া হচ্ছে প্রায় ১২৮ কোটি টাকা। বছর ঘুরলেই বাংলার নির্বাচন। তাই এই বাড়তি প্যাকেজ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।