ব্রেকিং নিউজ রাজ্য

রেশন বণ্টন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে কেন্দ্রের নয়া নির্দেশিকা

নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক। এই মর্মে ইতিমধ্যেই নয়া নির্দেশিকা জারি করা হয়েছে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, গ্রাহকের মৃত্যুর পরে কার্ড বাতিল হলে বা নতুন গ্রাহকের নামে কার্ড তৈরি হলে তা কেন্দ্রকে দ্রুত জানাতে হবে।

নির্দেশিকায় বলা হয়েছে, এক জন গ্রাহক দেশের যে কোনও জায়গায় গিয়ে নিজের আধার নম্বরের বায়োমেট্রিক যাচা‌ই করিয়ে যে কোনও রেশন দোকান থেকে তাঁর বরাদ্দ পেতে পারেন। কোনও রেশন ডিলার ‘এক দেশ, এক রেশন কার্ড’ ব্যবস্থায় গ্রাহককে খাদ্যসামগ্রী দিতে অস্বীকার করতে পারবেন না।

রেশনের দোকানে পর্যাপ্ত সামগ্রী সব সময় মজুত থাকে, তা-ও রাজ্য সরকারকে নিশ্চিত করার কথা জানানো হয়েছে। নতুন এই নির্দেশে রেশনের দোকানের কাজকর্ম নিয়েও নিয়মিত রিপোর্ট পাঠানোর কথাও জানানো হয়েছে। অনলাইনে কেন্দ্রকে এই তথ্য পাঠাবে সব রাজ্য। শুধু বাংলাতেই নয়, দেশ জুড়েই এই ব্যবস্থা চালু করার কথা নির্দেশে জানানো হয়েছে।

জানা গিয়েছে, রেশন ব্যবস্থায় নজরদারি কঠোর করতেই এমন নির্দেশ দেওয়া হয়েছে। গত ১৭ জানুয়ারি মন্ত্রকের জারি করা ‘কন্ট্রোল অর্ডার’-এ জানানো হয়েছে, কোন রেশন ডিলারকে কতটা খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে ও তার কতটা বণ্টন হয়েছে, তা-ও জানাতে বাধ্য থাকবে খাদ্য দপ্তর।

এ প্রসঙ্গে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, “বর্তমানে রাজ্যের খাদ্য বণ্টন ব্যবস্থা পুরোপুরি অনলাইনে পরিচালিত এবং স্বচ্ছ। কেউ চাইলেই তা দেখে নিতে পারেন। এটা আলাদা করে জানানোর কিছু নয়। তবে অনেক রাজ্যেই এই ব্যবস্থা নেই। তাই হয়তো কেন্দ্র এই নির্দেশ জারি করেছে।”