নিম্নচাপের বৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে প্লাবিত বাংলার বহু এলাকা। ক্ষতিগ্রস্ত জেলাগুলির বেশ কিছু এলাকা পরিদর্শন করে এই পরিস্থিতির জন্য সরাসরি কেন্দ্রকেই দায়ী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট বার্তা এটা‘ম্যান মেড’বন্যা। ইচ্ছে করে বা কেন্দ্রের উদাসীনতার কারণে এই বন্যা হয়েছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। বুধবার দুপুরে হুগলির পুরশুড়া ব্লকে গিয়ে পুরশুড়ার একটি সেতুতে দাঁড়িয়ে প্লাবিত এলাকা দেখে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।
তিনি জানিয়েছেন, কেন্দ্রের অসহযোগিতাতেই বাংলায় প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে। প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন ডিভিসিকেও। এই ‘ম্যান মেড’ বন্যার কথা এর আগেও শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী মুখে। দু’বছর আগে হাওড়ার বন্যাতে অথবা ২০০০ সালে রাজ্য জুড়ে বন্যার পরিস্থিতিকেও উনি বলেছিলেন ‘ম্যান মেড’।
বুধবার একই সুর শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়। তিনি বলেছেন, “আমি নিজে ডিভিসি ও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। সেই সুত্রেই জেনেছি ডিভিসি সাড়ে তিন লক্ষ কিউসেক জল ছেড়েছিল, এত জল এর আগে কখনও ছাড়া হয়নি। বাংলা কেন্দ্রের বঞ্চনার শিকার” এখানেই না থেমে তিনি আরও বলেছেন, “যখন ৭০-৮০ শতাংশ জল ভরে যায়, তখন ডিভিসিকে আর জল ছাড়তে বারণ করে কেন্দ্র, কারণ নিজেদের রাজ্যগুলিকে বাঁচানো। আর এবারে একসঙ্গে সব জল ওঁরা চাপিয়ে দিয়েছে আমাদের বাংলার ওপর।” পরিকল্পিত ভাবে বাংলাকে ডোবানো হয়েছে”, এমনটাই অভিযোগ মুখ্যমন্ত্রীর।