শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের ১৮৭ তম জন্মতিথি পালিত হল বেলুড় মঠে।সকাল থেকেই সেখানে ভক্তদের সমাগম চোখে পড়ার মত।করোনার জন্যই বিগত দুই বছর ভক্ত সমাগম বন্ধ ছিল। অতিমারির ধাক্কা কাটিয়েই আবার চেনা ছন্দে ফিরল বেলুড় মঠ।
এদিন ভোর চারটের সময় মঙ্গলারতির মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা করা হয়। তারপর সারাদিন ধরেই বিশেষ পূজা এবং ধর্মীয় অনুষ্ঠান চলবে বলে জানা গিয়েছে মঠ কতৃপক্ষের তরফে।এছাড়াও এদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে যা বেলুড় মঠের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখতে পাওয়া যাবে।
এরপর সেখানে বেদপাঠ, স্তবগান গাওয়া হয়। এর পাশাপাশি ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের বিশেষ পুজো ও হোম সম্পন্ন হয়। হোমের পরে গীতি আলেখ্য পাঠ করেন মঠের সন্যাসীরা।এছাড়াও রামকৃষ্ণ কথামৃত পাঠ করা হয় এবং তার ব্যাখ্যা দান পর্ব অনুষ্ঠিত হয়।
বিকেল সাড়ে তিনটে নাগাদ প্রেসিডেন্ট মহারাজের উপস্থিতিতে ছিল ধর্মসভা। এই ধর্মসভায় শ্রী রামকৃষ্ণ দেবের জীবনী এবং বাণী পাঠ করেন মঠের সন্যাসী মহারাজ স্বামী বলভদ্রানন্দ, স্বামী শুদ্ধিদানন্দ এবং স্বামী নির্বিকারানন্দ।
করোনা আবহে আরতি দর্শন থেকে শুরু করে প্রসাদ বিতরণ বন্ধ ছিল।কিন্তু এবারে খুশির মেজাজে চলছে শ্রী রামকৃষ্ণ দেবের জন্মতিথি পালন।