ব্রেকিং নিউজ রাজ্য

যাদবপুর ক্যাম্পাসে সিসিটিভি : ৩৮ লক্ষ বরাদ্দ রাজ্য শিক্ষা দপ্তরের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য। তদন্ত যতই এগোচ্ছে ততই যেন ঘনীভূতে হচ্ছে রহস্য। ছাত্রমৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবার যাদবপুর ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরা বসানোর খরচ বাবদ প্রায় ৩৮ লক্ষ টাকা বরাদ্দ করতে চলেছে রাজ্যের শিক্ষা দপ্তর।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, এতদিন গোটা বিষয়টি অর্থ দপ্তরের বিচারাধীন ছিল। শেষমেশ সব জল্পনার অবসান ঘটিয়ে অর্থ দপ্তর সবুজ সংকেত দেওয়ায় এই অর্থ বরাদ্দে কোনও বাধা রইল না। অর্থ দপ্তর সূত্রের খবর, মৌখিকভাবে শিক্ষা দপ্তরকে অর্থ বরাদ্দের কথা জানানো হয়েছে। প্রশাসনিক কাজকর্ম মিটলেই যাদবপুরে সিসিটিভি বসানোর জন্য বরাদ্দ টাকা সরাসরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। তবে সিসিটিভি ক্যামেরা লাগানোর কাজ কবে থেকে শুরু হবে, তা এখনও পর্যন্ত জানা যায়নি।

উল্লেখ্য, যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। ক্যাম্পাসের বিভিন্ন জায়গা থেকে খালি মদের বোতল ও মাদক ব্যবহারের সামগ্রী উদ্ধার হয়েছে। এই অবস্থায় ইউজিসির গাইডলাইন অনুযায়ী কেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও হস্টেলে সিসি ক্যামেরা নেই, তা নিয়েও উঠেছে প্রশ্ন। কার্যত সেকারণেই ক্যাম্পাস ও হস্টেল সিসি ক্যামেরার নজরদারির আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই বুদ্ধদেব সাউ যাদবপুরে সিসিটিভি ক্যামেরা বসানোর ব্যাপারে সিদ্ধান্ত নেন।

সূত্রের খবর, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও হস্টেল মিলিয়ে ১০ জায়গায় মোট ২৬টি সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ইতিমধ্যেই সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছিল। কিন্তু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ সিসিটিভি লাগানোর বিরোধিতায় সরব হয়েছে। গত মঙ্গলবারই সিসিটিভি বসানো নিয়ে ছাত্র ঘেরাওয়ের মুখে পড়েছিলেন বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ।