রাজ্য লিড নিউজ

Vande Bharat: বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়ার মুহূর্তের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে

প্রকাশ্যে বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়ার মুহূর্তের ভিডিও। বুধবার গভীর রাতে বন্দে ভারতের সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে রেল। তা থেকেই বিষয়টি স্পষ্ট হয়ে যায়। ফুটেজে চারজনকে দেখা গিয়েছে পাথর ছুঁড়তে। ফুটেজ থেকে স্পষ্ট, বন্দে ভারতে প্রায় দুপুর ১২টা ৫৫ মিনিটে পিলার ৪৬/২৭ থেকে ৪৬/২৫ পিলারের মধ্যে এই ঘটনা ঘটে। ছ’নম্বর কোচের ৭২ নম্বর সিটের পাশের জানলাটি ভেঙে যায়। হাওড়া ঝিল সাইডিং অর্থাৎ বন্দে ভারত যেখানে রক্ষণাবেক্ষণ হয় সেখান থেকে পূর্ব রেল ফুটেজটি পায়। তারপর তদন্তের স্বার্থে তা তদন্তকারীদেরর কাছে পাঠিয়ে দেওয়া হয়। সামসি আরপিএফ ও জিআরপি ঘটনার তদন্ত করছে। ছবি হাতিয়ার করে খোঁজা হচ্ছে দুষ্কৃতীদের।

উল্লেখ্য, বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার পরেই পরপর ২ দিন হামলা হয়েছে এই ট্রেনে। গত ৩ জানুয়ারি এনজেপিগামী বন্দে ভারত এক্সপ্রেসে এনজেপি স্টেশনে ঢোকার আগেই সেটিকে লক্ষ্য করে পাথরবৃষ্টি করা হয়। স্টেশনে ঢোকার পর দেখা যায় ট্রেনটির জানালার কাচ ভাঙা রয়েছে। সেমি হাই স্পিড ট্রেনটির C3 এবং C6 কামরা ক্ষতিগ্রস্ত হয় বলে অভিযোগ। এই নিয়ে যাত্রা শুরুর পর তিনদিনের মধ্যে দ্বিতীয়বার বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য করে পাথরবৃষ্টি হয়।

এর আগে সোমবার বিকালে নিউ জলপাইগুড়ি থেকে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস মালদহে ঢোকার মুখেই বেশ কয়েকজন ট্রেন লক্ষ্য করে ইট-পাথর ছোঁড়ে। সেই ঘটনায় অপরাধীদের এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। তবে এনএফ রেলের সামসি আরপিএফ পোস্ট রেলের সম্পত্তি ভাঙচুরের জন্য রেল আইনের ১৫৪ ধারায় এফআইআর দায়ের করেছে। ট্রেনের একটি কামরার দরজা এবং জানালার কাঁচের পাথরের আঘাতে চিড় ধরে গিয়েছে।

যদিও এ প্রসঙ্গে এনএফ রেলের কর্তাদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে যাত্রী ভর্তি বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়ার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত বন্দে ভারতের জানালা এবং দরজার কাছে পাথর ছোঁড়ার পর চির ধরে যাওয়ার ঘটনার কয়েকটি ছবিকে ঘিরেই শুরু হয়েছে চাঞ্চল্য। এ ব্যাপারে রেল পুলিশের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলেছেন একাংশ যাত্রীরা। এত উচ্চ মানের গতি সম্পন্ন ট্রেনের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন বন্দে ভারত ট্রেনের যাত্রীরা। দুটি ঘটনায় জিআরপি এর তরফেও তদন্ত করা হচ্ছে। জিআরপির এসপি, এস সেলভামুরুগান জানান, বন্দে ভারত এক্সপ্রেসের নিরাপত্তা বাড়াতে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরির পাশাপাশি একগুচ্ছ কর্মসূচি নিয়েছেন তাঁরা।