দেশ ব্রেকিং নিউজ

সিসিটিভি ফুটেজই ধরাল দুষ্কৃতীদের

আদালতে তাণ্ডব চালিয়েছিল দুষ্কৃতীরা। কুখ্যাত গ্যাংস্টার জিতেন্দ্র গোগিকে এজলাসে তুলতেই চলেছিল একের পর এক গুলি। উত্তর দিল্লির রোহিণী আদালতে গুলি চালনার ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করল দিল্লি পুলিশ।

আইনজীবীর পোশাকে এভাবে আদালতের ভিতরেই শত্রু গ্যাংয়ের হামলায় ঘটনায় অবাক হয়েছেন সকলেই। শুক্রবার দুপুরেই একটি মামলার শুনানির জন্য দিল্লির রোহিণী আদালতে আনা হয় দিল্লি ও হরিয়ানার কুখ্যাত গ্যাংস্টার জিতেন্দ্র গোগিকে। তাঁর প্রতিপক্ষ টিল্লু গ্যাংও আগে থেকেই হামলার ছক কষে রেখেছিল।

আদালতের বাইরে স্ক্যানার কাজ না করায় আইনজীবীর পোশাকে ঢুকে পড়ে টিল্লু গ্যাংয়ের কয়েকজন। আদালত কক্ষে জিতেন্দ্র গোগিকে আনতেই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে আততায়ীরা। পুলিশও গুলি চালালে মারা পড়ে দুই হামলাকারী।

এই ঘটনার পর থেকেই শোরগোল পড়ে গিয়েছিল রাজধানীজুড়ে। আদালতে গুলি চালনার ঘটনায় বিচারক, আইনজীবী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। এতকিছুর মাঝেই শনিবার দিল্লি পুলিশের স্পেশাল সেল দুই ব্যক্তিকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের দাবি, সিসিটিভি ফুটেজে গ্রেফতার হওয়া ওই দুজনকে রোহিণী আদালতের ৪ নম্বর গেটের কাছে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। তাদের আচরণও বেশ সন্দেহজনক ছিল। দিল্লির গুরুত্বপূর্ণ ইউনিট সাইবার সেলের ডিসিপি অনীশ রাইকে একটি বড় দায়িত্ব দিয়ে দিল্লি পুলিশ কমিশনারের সচিবালয়ের ডিসিপি করা হয়েছে। এছাড়া দিল্লি পুলিশের দাপুটে অফিসার কেপিএস মালহোত্রাকে সাইবার সেলের ডিসিপি করা হয়েছে। এই প্রথম দিল্লি পুলিশে ৬ জন মহিলাকে ডিসিপি পদে নিযুক্ত করা হয়েছে।