দেশ ব্রেকিং নিউজ

কবে প্রকাশিত হবে সিবিএসই’‌র ফল?

পরিবর্তিত পরিস্থিতিতে সিবিএসই পরীক্ষার ফল প্রকাশিত হচ্ছে। অন্যান্যবারের মতো পরীক্ষা হয়নি। ২০ জুলাইয়ে মধ্যে সিবিএসই বোর্ডের দশম শ্রেণির ফল প্রকাশিত হবে বলে জানানো হয়েছিল বোর্ডের তরফে। পিছিয়ে গেল সেই ফল প্রকাশের দিন। আজ, মঙ্গলবার সিবিএসই-র দশম শ্রেণির ফল প্রকাশ হচ্ছে না। আরও সপ্তাহখানেক সময় লেগে যেতে পারে।

প্রায় ২১.৫ লক্ষ পড়ুয়া সিবিএসই পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছে। সিবিএসই বোর্ডের আধিকারিক রমা শর্মা বলেছেন, ‘ফল প্রকাশের দিন পিছিয়ে গিয়েছে বলা উচিৎ নয়। স্বাভাবিক পরিস্থিতিতে পরীক্ষা হয়নি। ফলাফলের হিসেব হচ্ছে নতুন পদ্ধতিতে। সব স্কুলই তা করছে।’

করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দশম শ্রেণির পরীক্ষা বাতিলের কথা ঘোষণা করেছিলেন। কোনও পরীক্ষা ছাড়াই একটি বিশেষ মূল্যায়ন পদ্ধতির মাধ্যমে সেই পড়ুয়াদের পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করে দেওয়া হবে। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, ইউনিট টেস্ট, প্রি-বোর্ড পরীক্ষা এবং হাফ-ইয়ার্লি পরীক্ষার ভিত্তিতে নম্বর দেওয়া হবে।
বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিজিলকারে মাধ্যমে দেখা যাবে সিবিএসই দশম এবং দ্বাদশ শ্রেণির ফলাফল। পরীক্ষা বাতিল হয়ে যাওয়ার কারণে যেহেতু এই বছর অ্যাডমিট কার্ডও ইস্যু করা যায়নি, তাই রোল নম্বরও পাওয়া যায়নি।