বৃহস্পতিবার দশম এবং দ্বাদশ শ্রেণীর ১–১৫ জুলাইয়ের সমস্ত পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত সুপ্রিম কোর্টে জানিয়ে দেয় বোর্ড। দশম এবং দ্বাদশ শ্রেণীর কোনও পরীক্ষাই এখন নেওয়া হবে না। এমনকী এই বছরের মতো বোর্ডের দশম এবং দ্বাদশ শ্রেনির আইসিএসই ও আইএসসি’র বকেয়া পরীক্ষাগুলি বাতিল করার কথা জানিয়ে দেওয়া হয়। এবার জুলাই মাসের ১৫ তারিখের মধ্যে প্রকাশিত হবে সিবিএসই–আইএসসিই’র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল। সিবিএসই পরীক্ষা নিয়ে শুক্রবার শুনানি শেষে এই কথা জানায় সুপ্রিম কোর্ট।
তবে নম্বর দেওয়ার ক্ষেত্রে কিছু পদ্ধতি মানা হবে বলে খবর। তবে গড় নম্বরে সন্তুষ্ট না হলে ফের পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা। ৩টির বেশি বিষয়ে পরীক্ষায় বেস্ট অফ থ্রি হিসাবে গড়ে নম্বর দেওয়া হবে।
বাকি বিষয়ের নম্বর আসবে বেস্ট অফ থ্রি গড়ে। সুতরাং বাকি বিষয়ের নম্বর মিলবে বেস্ট অফ টু গড়েই। একটি পরীক্ষা দিলে আগের পরীক্ষার ভিত্তিতে হবে মূল্যায়ন। যোগ হবে প্র্যাক্টিক্যাল পরীক্ষার গড় নম্বর।
আনলক হওয়ার পর ১ জুলাই থেকে ১৫ জুলাইয়ের মধ্যে বাকি পেপারের পরীক্ষা নেওয়ার কথা বিজ্ঞপ্তি দিয়ে জানায় সিবিএসই বোর্ড। তখনই বিভ্রান্তি তৈরি হয় ছাত্রছাত্রীদের মধ্যে। কারণ বিভিন্ন রাজ্যের করোনা পরিস্থিতি ভিন্ন। আনলক হলেও করোনার হানা তীব্রতর হয়েছে দেশজুড়ে। পড়ুয়াদের নিরাপত্তার কথা ভেবে এই মুহূর্তে পরীক্ষা স্থগিত রাখা যায় কিনা এই প্রশ্নে সুপ্রিম কোর্টে মামলা করেন অভিভাবকদের একাংশ। গত ১৮ জুন এই বিষয়ে সিবিএসই–কে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এক সপ্তাহ সময় দেয় সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার বেলা ২টো পর্যন্ত সময় দেওয়া হয়েছিল চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর। এরপর স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, সিবিএসই ও আইসিএসই পরীক্ষা বাতিল করার হয়েছে।
