দেশ ব্রেকিং নিউজ

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ কবে?

আগামী ৩১ জুলাইয়ের মধ্যেই বের হবে দ্বাদশ শ্রেণির ফলাফল। আজ সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। পরীক্ষার ফলাফল ঘোষণা নিয়ে পড়ুয়াদের কোনও আপত্তি থাকলে তার সমাধান করার জন্য আলাদা একটি কমিটি গঠন করা হবে বলেও বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।

করোনাভাইরাস আবহে সিবিএসই–সহ আরও বেশ কিছু রাজ্যের সরকারি বোর্ডের পরীক্ষা পিছিয়ে গিয়েছিল। ১ জুনই দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিলের কথা জানিয়েছিল সিবিএসই। তার কিছুদিন আগে দশম শ্রেণির পরীক্ষাও বাতিল করা হয়েছিল। এই পরিস্থিতিতে পরীক্ষা এবং নম্বর প্রদানের পদ্ধতি নিয়ে অনেকের মনে আশঙ্কার সৃষ্টি হয়েছিল। সিবিএসই বোর্ডকে তা নির্দিষ্টভাবে জানানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তার জন্য ১২ সদস্যের কমিটি তৈরি করেছিল সিবিএসই।

উল্লেখ্য, গত সপ্তাহে বিশেষ ওই কমিটির পক্ষ থেকে জানানো হয়, দশম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মূল্যায়নের ক্ষেত্রে দশম থেকে দ্বাদশ শ্রেণির প্রতিটি ধাপে পড়ুয়াদের পারফরমেন্সকে গুরুত্ব দেওয়া হবে। ৩০ শতাংশ ওয়েটেজ থাকবে দশম শ্রেণির পারফরমেন্সে। ৪০ শতাংশ ওয়েটেজ থাকবে একাদশ ও দ্বাদশের পারফরমেন্সে। দশমের ক্ষেত্রে ৫টি বিষয়ের মধ্যে সেরা তিনটি বিষয়ের নম্বর নেওয়া হবে। আর দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে ইউনিট, টার্ম প্র্যাকটিক্যাল পরীক্ষার ফলও থাকবে নজরে। করোনা পরিস্থিতি একটু ঠিকঠাক হলে অপশনাল পরীক্ষা নেওয়া হতে পারে। আর তা ১৫ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে হতে পারে।