ব্রেকিং নিউজ রাজ্য

জমি দখল সংক্রান্ত অভিযোগ নিতে সন্দেশখালিতেই অস্থায়ী ক্যাম্প সিবিআইয়ের

হাইকোর্টের নির্দেশে সন্দেশখালির মানুষের জমি দখল সংক্রান্ত অভিযোগ নেওয়ার জন্য এবার সেখানেই অস্থায়ী ক্যাম্প গঠন করল সিবিআই। শুক্রবার সকাল থেকেই ক্যাম্প তৈরি করা হয়েছে সন্দেশখালিতে। ইতিমধ্যেই সিবিআই ক্যাম্পে নিরাপত্তা দেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রক ২ প্ল্যাটুন সিআরপিএফ মোতায়েন করেছে।

এতদিন জমি দখল সংক্রান্ত অভিযোগ করতে গ্রামের মানুষকে কলকাতায় নিজাম প্যালেসে যেতে হত, কিংবা ই-মেইল করতে হত। যেটা সন্দেশখালির মানুষের পক্ষে সম্ভব ছিল না। কার্যত সেকারণেই সন্দেশখালিতে ক্যাম্প গঠন করে সমস্যার সমাধান করল সিবিআই।

গত কয়েক সপ্তাহে সন্দেশখালির আন্দোলন ভয়াবহ আকার নিয়েছে। শুরু হয়েছে নির্যাতনের অভিযোগ তুলে নেওয়ার জন্য ‘চাপ’। নির্যাতিতাদের এক পক্ষের তরফে এখন থানায় গিয়ে অভিযোগ প্রত্যাহার করছেন। তাঁদের বক্তব্য, জোর করে তাঁদের দিয়ে ধর্ষণের অভিযোগ করানো হয়েছিল।

আবার অন্যদিকে, আরেক পক্ষের তরফ থেকে দাবি করা হচ্ছে, নির্যাতনের অভিযোগ থানা থেকে প্রত্যাহার করার জন্য তাঁদের মোটা টাকার প্রলোভন দেখানো হচ্ছে। আর তা নিয়ে শুরু হয়েছে তৃণমূল-বিজেপির রাজনৈতিক দড়ি টানাটানি। এসবের মাঝেই এবার সন্দেশখালিতে ক্যাম্প গঠন করল সিবিআই।