ব্রেকিং নিউজ রাজ্য

হাইকোর্টের নির্দেশ মেনে জেলে গিয়ে কুন্তলকে জেরা করবে সিবিআই

কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় বিরাট পদক্ষেপ করল সিবিআই। হাইকোর্টের নির্দেশ মেনে জেলে গিয়ে কুন্তলকে জেরা করতে চায় সিবিআই। এ বিষয়ে আলিপুর বিশেষ সিবিআই আদালতে আবেদন জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। জেলে গিয়ে কুন্তলকে জেরার আবেদন মঞ্জুর করল আদালত।

কিন্তু কুন্তল ঘোষের চিঠির বিষয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখনই জিজ্ঞাসাবাদ করতে পারবে না সিবিআই ও ইডি। কলকাতা হাইকোর্টের নির্দেশে আপাতত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী ২৪ এপ্রিল তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেকের আবেদন শুনতে সম্মত হয়েছে সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে অভিষেককে স্বস্তি দিয়েছে সুপ্রিম কোর্ট। ২৪ এপ্রিল পর্যন্ত অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কুন্তল ঘোষের চিঠি প্রসঙ্গে নির্দেশনামায় বলেছিলেন, প্রয়োজনে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় সংস্থা। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক। সেই মামলায় হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত। শীর্ষ আদালত জানিয়েছে, ২৪ এপ্রিল অভিষেকের আবেদনের শুনানি হবে। ততদিন জেরা করা যাবে না তৃণমূল কংগ্রেস সাংসদকে।