ব্রেকিং নিউজ রাজ্য

ভোট পরবর্তী হিংসার তদন্তে গিয়ে সিবিআই টিম ঘেরাও নদিয়ায়

সিবিআইয়ের প্রতিনিধিদলকে ঘেরাও করে বিক্ষোভ দেখানো হলো। দীর্ঘক্ষন আটকে থাকার পর পুলিশের তত্ত্বাবধানে সিবিআই প্রতিনিধিদলকে বের করে আনা হয়। ডিয়ার চাপড়া থানার সুটিয়া হৃদয়পুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। গোটা জেলাজুড়ে গত দুইদিন ধরে যে সমস্ত বিজেপি কর্মীরা আক্রান্ত হয়েছেন মূলত সেই সব পরিবারের কাছে যাচ্ছেন সিবিআইয়ের তদন্তকারী দল।

সেই সমস্ত পরিবারের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলছেন। কিভাবে তারা আক্রান্ত হয়েছেন কারা এই আক্রান্ত হওয়ার পেছনে জড়িত পুলিশ কি ব্যবস্থা নিয়েছে সেসব বিষয়ে তদন্ত করছেন তারা। অভিযোগ আজ চাপড়া থানার রিদয় পুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বিষয়ে তদন্ত করার জন্য হানা দেয় সিবিআইয়ের তদন্তকারী প্রতিনিধি দল।

অভিযোগ দীর্ঘক্ষন ওই পঞ্চায়েতের অফিসের বিভিন্ন কাগজপত্র খতিয়ে দেখেন তারা এবং বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেন। সূত্রের খবর, তদন্ত করার সময় বিজেপির প্রচার করেন বলে অভিযোগ সাধারণ এলাকাবাসীর তরফ থেকে। এর পরেই এলাকাবাসী সিবিআই প্রতিনিধিদলকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। দীর্ঘক্ষন বিক্ষোভ দেখানোর পর পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রণে আনেন। অভিযোগ সিবিআই এর প্রতিনিধি দল হওয়া সত্বেও তারা বিজেপির হয়ে প্রচার চালাচ্ছিলেন এই কারণে তাদের ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়।