জেলা ব্রেকিং নিউজ

বীরভূমের দুই চালকল মালিককে তলব সিবিআইয়ের

এবার গরু পাচার মামলায় বীরভূমের দুই চালকল মালিককে তলব করল সিবিআই। জানা গিয়েছে,সাঁইথিয়ার চালকল মালিক রবিন টিব্রেওয়াল ও তাঁর বাবাকে কলকাতার নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। ইতিমধ্যেই গরু পাচার মামলার প্রধান অভিযুক্ত এনামুল হকের সঙ্গে ওই চালকল মালিকের আর্থিক লেনদেনের তথ্য প্রকাশ্যে এসেছে। কার্যত সেকারণেই দুই চালকল মালিককে তলব করা হয়েছে বলেই সূত্রের খবর।

সোমবার ফের সিউড়ি থানার আইসি মহম্মদ আলিকে তলব করেছিল ইডি। সূত্রের খবর,বয়ানে একাধিক অসঙ্গতি থাকার কারণে মহম্মদ আলিকে দ্বিতীয়বার তলব করা হয়েছে। এর আগে গরু পাচার মামলায় সিউড়ি থানার আইসি মহম্মদ আলিকে শনিবার দু’দফায় প্রায় নয় ঘণ্টা ধরে তাঁকে ম্যারাথন জেরা করে ইডি। জিজ্ঞাসাবাদ শেষে রাত প্রায় দশটা নাগাদ ইডির অফিস থেকে বেরোন তিনি। ইডি-র দাবি, পাচারকারীদের সাহায্যের জন্য মোটা অঙ্কের ‘প্রোটেকশন মানি’ পেতেন সিউড়ি থানার আইসি মহম্মদ আলি। এমনকী তাঁর শ্বশুরবাড়ির সদস্যদের বেশ কিছু সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে।

কার্যত সেকারণেই তাঁকে দিল্লিতে তলব করেছে তদন্তকারী আধিকারিকরা। জানা গিয়েছে,গরু পাচার চক্রের সঙ্গে যে মোটা অঙ্কের কালো টাকা জড়িয়ে রয়েছে,সেই কালো টাকা কীভাবে সাদা করা হত, তা জানতেই তাকে ফের তলব করা হয়েছে। এই গরু পাচারের টাকা কোন পথে ঘোরানো হত, কোন সংস্থায় কত টাকা বিনিয়োগ করা হয়েছে,কার নির্দেশ মতো এই টাকা বিনিয়োগ হয়েছে, সেইসব বিষয়ে জানতেই তৎপর তদন্তকারী আধিকারিকরা।