ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় এসডিপিওকে তলব করল সিবিআই। শুক্রবার ঝালদার আইসি সঞ্জীব ঘোষকে তলব করে সিবিআই। কিন্তু তিনি উপস্থিত হননি। এরপরেই এসডিপিও সুব্রত দেবকে তলব করে নিজেদের ক্যাম্পে জিজ্ঞাসাবাদ চালায় কেন্দ্রীয় তদন্তকারী দল।
প্রসঙ্গত, তপন কান্দু হত্যা মামলায় চারজন দীপক কান্দু, কলেবর সিং, নরেন কান্দু এবং আসিক খানকে গ্রেপ্তার করেছিল সিট। এদিন ধৃত ওই চারজনকে নিজেদের হেফাজতে নিল সিবিআই। পাশাপাশি, নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু ও তাঁর ভাইপো মিঠুন কান্দুর মোবাইল ফোন দুটি পুলিশের কাছ থেকে নিজেদের হেফাজতে নিয়ে সিবিআই। বাজেয়াপ্ত ফোন দুটির ফরেন্সিক পরীক্ষা হবে বলে সিবিআই সূত্রে খবর। খতিয়ে দেখা হবে সমস্ত ফোন কলের রেকর্ডও।
ইতিমধ্যেই আদালতে গোপন জবানবন্দি দিয়েছেন নিহতের স্ত্রী পূর্ণিমা কান্দু। সিবিআই সূত্রে জানা গিয়েছে, তদন্তে গতি আনতে তদন্তকারী একটি দল এই খুনের ঘটনাস্থলে গিয়ে সমস্ত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করবে। অভিযোগ, খুনের দু’দিন আগেই ঝালদা থানার আইসি তপন কান্দুকে ঝালদা থানায় ডেকে পাঠিয়েছিলেন। সেই সত্যতা যাচাই করতে খতিয়ে দেখা হবে সিসিটিভি ফুটেজ।
ঘটনার শুরু থেকেই ঝালদার আইসির বিরুদ্ধে অভিযোগ তুলেছিল নিহতের পরিবার । বারবার তপন কান্দুকে তৃণমূলে যোগদান করার জন্য জোর করা হয়েছিল। শুধুমাত্র এসডিপিও নয়, তপন কান্দুর খুনের পর যে পাঁচ জন অফিসারদের ক্লোজড করা হয়েছিল তাঁদেরকেও তলব করেছে সিবিআই। একইসঙ্গে ১৩ মার্চ অর্থাত্ তপন কান্দুর খুনের দিন যেসমস্ত পুলিশ অফিসাররা কর্মরত ছিলেন, তাঁদেরকেও তলব করা হতে পারে বলে খবর।