কলকাতা রাজ্য লিড নিউজ

RG Kar কাণ্ডে অপসারিত সুপার ও বিভাগীয় প্রধানকে ডেকে পাঠাল CBI

আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় কলকাতা হাইকোর্টের নির্দেশে শুরু হয়েছে সিবিআই তদন্ত। আরজিকর হাসপাতালে চিকিৎসকের খুনের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এবার অপসারিত সুপার সঞ্জয় বশিষ্ঠ এবং চেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরীকে ডেকে পাঠাল সিবিআই। তলব করা হয়েছে আরও এক মহিলা চিকিৎসককে।

ধৃত সঞ্জয়কে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। এই ঘটনায় সঞ্জয় ছাড়াও একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে বলে দাবি জানানো হয়েছিল হাসপাতালের জুনিয়র ডাক্তারদের তরফে।

নিহত তরুণীর বাবা-মা জানিয়েছিলেন, হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার তাঁদের ফোন করে জানিয়েছিলেন মেয়ে আত্মহত্যা করেছে। এরপর ঘটনার প্রতিবাদে দফায় দফায় চলছে বিক্ষোভ-প্রতিবাদ। পড়ুয়াদের আন্দোলনের মুখে পড়ে পদত্যাগ করেছেন্ আরজিকর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ।