চার্জশিট জমা দেওয়ার পরে ফের অপূর্ব বিশ্বাসকে সিজিওতে তলব সিবিআইয়ের। আরজি কর কাণ্ডে নির্যাতিতার মৃতদেহ ময়নাতদন্তের দায়িত্বে ছিলেন এই চিকিৎসক। শুক্রবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন তিনি। এর আগেও একাধিকবার ফরেন্সিক মেডিসিনের এই চিকিৎসককে কেন্দ্রীয় গোয়েন্দাদের ডাকে সিজিও কমপ্লেক্সে আসতে হয়েছিল।
সম্প্রতি শিয়ালদহ আদালতে সিবিআই তদন্তের চার্জশিট পেশ করার পর এই ফের অপূর্বকে তলব করেছে কেন্দ্রীয় কর্তারা। এর আগে তিন বার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন অপূর্ব। কেন এত তৎপরতা নিয়ে আরজি করে নির্যাতিতার ময়নাতদন্তের কাজ হয়েছিল? এই প্রশ্নের জবাবে চিকিৎসক জানিয়েছিলেন, নিহত মহিলা চিকিৎসকের দেহের ময়নাতদন্ত দ্রুত করার জন্য তাঁকে চাপ দেওয়া হয়েছিল। অন্যথায় ‘রক্তগঙ্গা বইয়ে’ দেওয়ার হুমকিও তাঁকে দেওয়া হয়েছিল। সিজিও কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে অপূর্ব সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ঘটনার পর মৃতার ‘কাকা’ পরিচয় দিয়ে এক জন তাঁকে হুমকি দিয়েছিলেন। পরে সঞ্জীব নামে নির্যাতিতার সেই কাকা অপূর্বর অভিযোগ অস্বীকার করেন।