রাজ্য লিড নিউজ

১০ আগস্ট অনুব্রতকে ফের তলব করল সিবিআই

অনুব্রত মণ্ডলের বোলপুরের বাড়িতে নোটিশ দিয়ে গেল সিবিআই। ১০ আগস্ট ফের তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। কলকাতার চিনার পার্কের বাড়িতে অনুব্রতকে না পেয়ে, বোলপুরে নীচুপট্টীর বাড়িতে আসে সিবিআই।

গরু পাচার মামলায় তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে ৮ আগস্ট সকাল ১০ টার মধ্যে নিজাম প্যালেসের হাজিরার নির্দেশ দিয়েছিল সিবিআই। কলকাতা গিয়েও হাজিরা এড়িয়ে যান তিনি৷ এসএসকেএমে চিকিৎসা করিয়ে বোলপুরের বাড়িতে ফিরে আসেন অনুব্রত। হাজিরা না দেওয়ায় কলকাতার চিনার পার্কের বাড়িতে ফের নোটিশ দিতে যান সিবিআই অফিসারেরা। কিন্তু বাড়িতে অনুব্রত মণ্ডল না থাকায় সেখান থেকে ফিরে যায় সিবিআই আধিকারিকরা। এরপর এদিন বোলপুরের নীচুপট্টীর বাড়িতে এসে নোটিশ দিয়ে যায় সিবিআই।

জানা গিয়েছে, ১০ আগস্ট ফের তলব করা হয়েছে অনুব্রতকে৷
অন্যদিকে, নোটিশ পাওয়ার পরেই বোলপুর মহকুমা হাসপাতাল থেকে চিকিৎসকদের একটা দল অনুব্রত মণ্ডলের বাড়িতে আসে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করে।

এই নিয়ে গরু পাচার মামলায় দশমবার অনুব্রতকে তলব করল সিবিআই। এখন দেখার বুধবার নিজাম প্যালেসে অনুব্রত হাজিরা দেন কিনা!